পহেলা বৈশাখের পিকচার ১৪৩২ দিয়ে আপনি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে পারবেন। তাই পহেলা বৈশাখের আগেই আপনি পছন্দ অনুযায়ী শুভেচ্ছা পিকচার খুজে রাখুন আর পহেলা নববর্ষের জন্য প্রস্তুত নিন। আমরা আপনাদের জন্য হাই কোয়ালিটির পহেলা বৈশাখের পিকচার তৈরি করে ফ্রিতে দিচ্ছি। যা আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে নিতে চাইলে ক্রয় করতে হবে।
পহেলা বৈশাখের দিনে কি কি করা হয়?
পহেলা বৈশাখের দিনে বিভিন্ন কাজ করা হয়ে থাকে তার মধ্যে বিশেষ যে কাজ গুলো করা হয়। যেমন: পান্তা-ইলিশ খাওয়া, বাড়িতে আলপনা করা, মঙ্গল শোভাযাত্রা করা, ঘুরতে যাওয়া, শুভেচ্ছা জানানো, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ইত্যাদি। এই পহেলা বৈশাখ বাঙালির শিখরের অনুষ্ঠান।
১। পহেলা বৈশাখের পিকচার

নারকেলের ঘট আমের পল্লব এবং বিভিন্ন ডিজাইন করা পহেলা বৈশাখের শুভেচ্ছা লেখা একটি ইমেজ চাইলে আপনি উপরের এই পিকচারটি ডাউনলোড করতে পারেন।
২। নববর্ষের শুভেচ্ছা ছবি ১৪৩২

৩। পহেলা বৈশাখের ছবি

পেচা এবং বিভিন্ন লতা পাতা দিয়ে যদি একটি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে চান তাহলে এই পিকচারটি নিতে পারেন।
৪। Pohela Boishakh image download

বিভিন্ন মুখোশ স্টাইলিশ টাইলোগ্রাফি দিয়ে পহেলা বৈশাখের শুভেচ্ছা লেখা একটি ছবি চাইলে আপনি এই ছবিটি নিতে পারেন।
৫। পহেলা বৈশাখের শুভেচ্ছা পিকচার

ক্রিস্টাল ক্লিয়ার সিম্পল গর্জিয়া ডিজাইন। এই ডিজাইনটি আপনি আত্মীয়-স্বজনদের নববর্ষের শুভেচ্ছা হিসেবে পাঠাতে পারেন।
৬। পহেলা বৈশাখের পিকচার ২০২৫

৭। পহেলা বৈশাখের পিক

৮। পহেলা বৈশাখ পিক

৯। পহেলা বৈশাখের ছবি

১০। পহেলা বৈশাখের পিকছার

১১। পহেলা বৈশাখ pic

আরো পড়ুন: ১লা বৈশাখের শুভেচ্ছা ছবি ১৪৩২ – শুভ নববর্ষ 2025
১২। পহেলা বৈশাখের ইমেজ

১৩। বৈশাখের পিকচার

১৪। পহেলা বৈশাখের ছবি আঁকা

১৫। pohela boishakher pic

১৬। পহেলা বৈশাখের কিছু পিকচার

পহেলা বৈশাখ কবে?
এবার বাংলাদেশে ১৪ এপ্রিল, সোমবার বাংলাদেশে পহেলা বৈশাখ পালিত হবে। আর ১৫ এপ্রিল, মঙ্গলবার ভারতে পহেলা বৈশাখ পালিত হবে। তাই আপনি এই দিনের জন্য আগাম প্রস্তুতি নিতে পারেন।
পহেলা বৈশাখের উপহার আইডিয়া
পহেলা বৈশাখে প্রিয় মানুষ একটি উপহারের আশা করে থাকে তার প্রিয় মানুষটির কাছ থেকে। তাই আপনি যদি উপহার দিতে চান তাহলে আমাদের এখানে ১৬টি উপহারের নাম দেওয়া আছে যা দেখে আপনি দিতে পারেন।
এছাড়াও আপনি পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে দাড়িয়ে কোন স্টাইলে ছবি তুলবেন তা নিয়ে আইডিয়া চাইলে এই পোস্টের ছবি গুলো দেখে আইডিয়া নিতে পারেন।
পহেলা বৈশাখে বাংলাদেশে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- মঙ্গল শোভাযাত্রা : বাংলাদেশের পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা একটি প্রাচীন অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রা বের হয় পহেলা বৈশাখের এই দিনে।
- পান্তা ইলিশ খাওয়া : পহেলা বৈশাখের আরেকটি বিশেষ আয়োজন করা হয় খাওয়ার মাধ্যমে। প্রতিটি স্কুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে এই পান্তা ইলিশ অনুষ্ঠানটি করে থাকেন। পহেলা বৈশাখের সকাল বেলায় পান্তা ইলিশ, মরিচ, পেঁয়াজ এবং আচার খাওয়া হয়।
- গ্রামের শহরের মেলা : পহেলা বৈশাখের এই দিনে গ্রাম এবং শহরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ বৈশাখী মেলায় ঘুরতে যায়। এই মেলায় হস্তশিল্প, মাটির পাত্র, মিষ্টি এবং দেশীয় খেলনার বিশাল সমাহার দেখা যায়।
- সাংস্কৃতিক অনুষ্ঠান : পহেলা বৈশাখের অনুষ্ঠান বাংলাদেশের একটি নামকরা অনুষ্ঠান হয়। বিশেষ করে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও প্রতিটি গ্রামের শহরের মহল্লায় বিভিন্নভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- হালখাতা করা হয় : সকল ব্যবসায়ীরা বিগত বছরের বাকি টাকা উঠানোর জন্য পহেলা বৈশাখের এই দিনে হালখাতা করে থাকেন। এই পহেলা বৈশাখ টি মূলত মোগল সম্রাটের আমল থেকে আয়োজিত হয়ে আসছে। তখন মোগল সম্রাট কৃষকদের কাছ থেকে কর আদায়ের জন্য এই প্রথা চালু করেন।
- রঙ্গিন পোশাক পরা: পহেলা বৈশাখের আরেকটি রীতি হল এই দিনে সবাই রঙ্গিন পোশাক পড়ে থাকেন। বিশেষ করে সাদা, লাল, হলুদ, সবুজ রঙের মিশ্রণে বিভিন্ন ডিজাইনের পোশাক পরিধান করে থাকেন সবাই।
ভারতে যেভাবে পহেলা বৈশাখ আয়োজন করা হয়
হালখাতা উদযাপন : ব্যবসায়ীরা দোকানে পূজার আয়োজন করে থাকেন নববর্ষের এই দিনে। এইদিন থেকে আবার নতুন করে ব্যবসায়িক খাতা শুরু করেন এবং খাতা ক্লোজ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান : রবীন্দ্র সংগীত,নৃত্যনাট্যক কবিতা আবৃতি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই দিনে।
মেলাও মঞ্চ : ভারতে পহেলা বৈশাখ পালনের জন্য গ্রাম এবং শহরে মেলা বসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
পারিবারিক ভোজন ও শুভেচ্ছা বিনিময় : শুভ নববর্ষের দিনে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকেন। পরিবারের মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আত্মীয়-স্বজনরা একজন আরেকজনের বাড়িতে আসেন।
টিভি অনুষ্ঠানে স্পেশাল রিলিজ : শুভ নববর্ষ উপলক্ষে বাংলা টিভিতে অনেক ওয়েব সিরিজ এবং ফোন করা হয়ে থাকে।