Tuesday, November 11, 2025
Homeরোনালদো-তোরেসের পেনাল্টি মিসেও পর্তুগাল-স্পেন জিতল, গ্রুপ শীর্ষে টানা জয়

রোনালদো-তোরেসের পেনাল্টি মিসেও পর্তুগাল-স্পেন জিতল, গ্রুপ শীর্ষে টানা জয়

পর্তুগাল ও স্পেন ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে জয়ের রেকর্ড ধরে রেখেছে। গতকাল রাতে পর্তুগাল ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে, যদিও রোনালদোর পেনাল্টি মিসে ক্ষণিক উদ্বেগ সৃষ্টি হয়েছিল। স্পেনও জর্জিয়াকে ২–০ গোলে হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে রয়েছে। দু’দলই শেষ মুহূর্তের দৃঢ়তার মাধ্যমে জয় নিশ্চিত করেছে।

পর্তুগালের বিশ্বকাপ বাছাইয়ে রুবেন নেভেসের গোলে জয়

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে নিরন্তর আক্রমণ চালানো পর্তুগাল প্রথমে গোলের দেখা পাননি। ৭৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসে ক্ষণিক চিন্তার ছায়া নেমে আসে, তবে যোগ করা সময়ে রুবেন নেভেসের গোলে জয় নিশ্চিত হয়। এর ফলে পর্তুগাল গ্রুপ ‘এফ’-এর তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

স্পেনও টানা তিন জয় নিশ্চিত, জর্জিয়া ২–০ হারাল

আরো পড়ুন:হ্যারি কেইনের গোল উদযাপন – শততম গোলের ঐতিহাসিক মুহূর্ত।

স্পেনের হয়ে ২৪ মিনিটে প্রথম গোলটি করেন ইয়েরেমি পিনো, ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল আরিজাবাল। ম্যাচে ফেরান তোরেসের পেনাল্টি মিস হলেও স্পেন ২–০ গোলে জয় নিশ্চিত করে। এর ফলে গ্রুপ ‘ই’-এর শীর্ষে স্পেন ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে, দ্বিতীয় স্থানে আছে তুরস্ক।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ