Toffee অ্যাপ থেকে ইনকাম করার উপায় 2024 | Toffee app earn money
বর্তমানে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং প্লাটফর্ম হল ইউটিউব। ইউটিউবে ভিডিও আপলোড করে আমরা সাধারণত ইনকাম করে থাকি। তবে বর্তমানে একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে তাদের শর্ত অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে। সেটাও এক বছরের মধ্যে হতে হবে। তাহলেই একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যায়। এছাড়া youtube চ্যানেলে মনিটাইজেশনে পাওয়া অসম্ভব। তাই এক বছরের মধ্যেও অনেকের এই শর্ত পূরণ না করায় কোন ইনকাম হয় না। তাই বর্তমানে বাংলাদেশের একটি অ্যাপস নাম টফি। এই প্রথম বাংলাদেশী প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করে মনিটাইজেশন এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তবে টফি অ্যাপসেরও কিছু শর্ত রয়েছে মনটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এটি ইউটিউবে থেকে অনেক সহজ ও কম সময় লাগে ইনকাম করার ক্ষেত্রে। তাই আপনারা যারা ভিডিও বানিয়ে থাকেন বা বানাচ্ছেন তারা তাদের ভিডিও অন্য প্ল্যাটফর্ম এর সাথে টফি অ্যাপসেও ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন কিভাবে টফি অ্যাপস থেকে টাকা ইনকাম করবেন এর সকল বিস্তারিত:
টফি কি?
বাংলাদেশের নাম্বার ওয়ান বাংলালিংক এর তৈরি টপি অ্যাপস। এটি বাংলাদেশের প্রথম ভিডিও দেখার প্ল্যাটফর্ম ঠিক ইউটিউবের মতোই। টফি অ্যাপসের মাধ্যমে লাইভ খেলা, মুভি, নাটক, ফানি ভিডিও সহ বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অ্যাপসটির মধ্যে রয়েছে বাংলাদেশী সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল। বাংলালিংক সিম দিয়ে তাদের নিজস্ব টফি ইন্টারনেট ক্রয় করে চালানো যায়।
টফি অ্যাপস ডাউনলোড?
টফি অ্যাপস টি প্লে স্টোরে রয়েছে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Toffee লিখে তাহলেই প্রথমেই অ্যাপসটি পেয়ে যাবেন। এবং প্লে স্টোর থেকে টফি অ্যাপস টি ইন্সটল করে নিবেন।
টফি একাউন্ট খুলতে কি লাগে?
একটি টফি একাউন্ট খুলতে শুধুমাত্র একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। যদি আপনার কাছে banglalink নাম্বার থাকে তাহলে সেটি দিয়ে একাউন্ট খুলবেন এতে অনেক সুবিধা হবে।
কিভাবে টফি একাউন্ট খুলবেন?
প্রথমে অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটিতে ওপেন করলে আপনার ফোনে কিছু সেটিং এলাও চাইবে সেগুলো এলাও করে দিবেন এবং একটি এড করবে সেটি উপরে ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দিবেন। একাউন্ট খোলার জন্য ডানপাশে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করুন। সাইডবার ওপেন হবে এবং আপনি নিচে লেখা পাবেন Sign in. Sign in ক্লিক করুন।
Enter phone number: এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। এবং নিচে একটি ঠিক করে দিবেন তারপর ভেরিফাই তে ক্লিক করুন। আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে মেসেজে। সেই কোডটি Enter OTP এর বক্সে লিখুন। ওটিপি কোড লিখে সাবমিট করুন।
আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবার পর আপনার কাছে আরেকটি ইন্টারফেস চলে আসবে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেগুলো সিলেট করুন মিনিমাম আপনাকে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার পছন্দের ক্যাটাগরি লিস্টে না থাকলে অন্যান্য এর অপশনে আপনার ক্যাটাগরির নামটি লিখে দিবেন তারপর টিকে ক্লিক করুন। এতে আপনার সফলভাবে একটি টফি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
টফি একাউন্ট খোলার নিয়ম?
কিভাবে টফি অ্যাপ দিয়ে টাকা ইনকাম করবেন?
টফি অ্যাপে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তবে তার আগে আপনাকে টফি অ্যাপে একটি চ্যানেল খুলতে হবে। এবং সেই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করতে হবে। আপনার চ্যানেলে তাদের শর্ত অনুযায়ী 100 সাবস্ক্রাইবার ও ১০০ মিনিট থাকা লাগবে। তাহলেই আপনি টফি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন।
টফি চ্যানেল খুলতে কি কি লাগে?
- Channel Logo
- Channel Background Logo
- Channel Name
- Description
- Category
NID Card অনুযায়ী
- Name
- Location
- Date of Birth
- Email Address
- NID Number
Payment Mathd Select
- Bkash
- Nagod
টফি অ্যাপে চ্যানেল খোলার নিয়ম?
টপি অ্যাপস এর নিচে ডান পাশে My Channel ক্লিক করুন। তারপর ওপরে বাম পাশে Create Channel ক্লিক করুন।
- আপনার চ্যানেল এর একটি লোগো ও ব্যাকগ্রাউন্ড লোগো আপলোড করুন ঠিক ইউটিউব এর মতো।
- তারপর আপনার চ্যানেলের একটি নাম দিন।
- আপনার চ্যানেল অনুযায়ী একটি ডিসক্রিপশন লিখুন ২০০ ওয়ার্ডের।
- আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি সেটি সিলেক্ট করুন। আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন ঠিক সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করুন।
- এবার আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নাম লিখুন।
- আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটি লিখুন।
- আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি লিখুন।
- আপনার একটি ভেরিফিকেশন জিমেইল এড্রেস লিখুন।
- আপনার এনআইডি কার্ড এর নাম্বারটি লিখুন। যদি আপনি স্মার্ট কার্ড ব্যবহার করেন তাহলে আপনার ১০ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বারটি লিখুন। আর যদি আপনি ন্যাশনাল কার্ড ব্যবহার করে থাকেন তাহলে ১৬ সংখ্যার এন আই ডি কার্ডের নাম্বারটি লিখুন।
সর্বশেষে আপনি কোন মাধ্যমে টাকা তুলতে চান সেটি সিলেক্ট করুন। যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা তুলতে চান তাহলে বিকাশ দিবেন আর যদি নগদের মাধ্যমে টাকা তুলতে চান তাহলে নগদ সিলেক্ট করুন।
সব কিছু আবারো চেক করে দেখবেন সঠিক থাকলে সেভ এ ক্লিক করুন।
- ভয় নেই যদি আপনার কোন কিছু ভুল হয় তাহলে আপনি Edit Channel এ ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন।
এভাবে হয়ে গেল আপনার একটি টফি চ্যানেল খোলা। এখন আপনি ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত। এখন আপে আপলোডে গিয়ে আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন।
How do I use VPS on Google Maps – ভি. পি. এস. কি
নতুন সিম কার্ড কেনার আগে চেক করুন সেটি নতুন সিম নাকি পুরাতন
এই ধরনের সকল মোবাইল এর সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।
টফি অ্যাপে ভিডিও আপলোড করার নিয়ম?
ভিডিও আপলোড করতে হলে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করুন অথবা অ্যাপসের নিচে প্লাস আইকন আপলোড অপশনটি পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন।
এরপর আপনি যদি সরাসরি ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করতে চান তাহলে ক্যামেরায় ক্লিক করুন। আর যদি আপনার ভিডিওটি বানানো থাকে তাহলে আপনি গ্যালারিতে ক্লিক করুন। গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করুন।
উপরে পেন আইকন এর মত একটি অপশন আছে সেখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর জন্য একটি থামনাইল ব্যবহার করতে পারবেন। পেন আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার একটি সিলেক্ট করুন।
- ভিডিওর জন্য একটি টাইটেল লিখুন সর্বোচ্চ ২০০ ওয়ার্ডে লিখতে পারবেন। আপনার ভিডিও অনুযায়ী টাইটেলটি লিখবেন। এবং ভিডিও অনুযায়ী ভিডিওর একটি ডিসক্রিপশন লিখুন।
- আপনার ভিডিওটি যে বিষয়ে বানানো হয়েছে সে বিষয়ে কিছু ট্যাগ লিখুন। সঠিক ট্যাগ ব্যবহার করলে সাচরাঙ্কে ভিডিওটি পৌঁছে যাবে।
- আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি সেটি সিলেক্ট করুন। সাথে আপনি সাপ ক্যাটাগরি ও পেয়ে যাবেন। যদি আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরিটি না থাকে তাহলে আপনি অন্যান্য ক্লিক করে দিন।
- আপনার ভিডিওটির জন্য বয়স নির্ধারণ করতে পারবেন। আপনার ভিডিওটি কোন বয়সের মানুষগুলো দেখতে পারবে সেটি সিলেট করুন।
- আপনার ভিডিওটি কপিরাইট কনফার্মেশন এ এড করতে হলে টিক করে দিবেন। আপনার কাছে যদি কপিরাইট ডকুমেন্ট কোন ফাইল থাকে তাহলে সেটি আপলোড করে দিতে পারবেন। আর যদি আপনার কাছে কোন ডকুমেন্ট না থাকে তাহলে আপলোড করার কোন দরকার নেই।
- তার ভিডিওটি সঠিকভাবে আপলোড করা হলে এবং আপনার ভিডিওর তথ্য গুলো সকল কিছু সঠিকভাবে দেওয়া হলে। আপনি সাবমিট অপশনে ক্লিক করুন।
এবার আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু হবে। ভিডিওটি আপলোড করা হয়ে গেলে সেটি পাবলিক হওয়ার জন্য রিভিউ অপশনে চলে যাবে। আপনার ভিডিওটি যদি সঠিক থাকে এবং কোন প্রকার কপিরাইট না থাকে তাহলে আপনার ভিডিওটি তারা আপ্রুভ করে দিবেন। ভিডিওটি এপ্রুভ শুধুমাত্র চ্যানেল কর্তৃপক্ষ রাই করতে পারবে। তাই অবশ্যই আপনার নিজস্ব ভিডিওটি রাখবেন এবং কোন প্রকার কপি করবেন না। এবং আপনি কোন প্রকার বাজে ভিডিও আপলোড করবেন না।
টফি অ্যাপে মনিটাইজেশন পেতে কি শর্ত রয়েছে?
টফি অ্যাপে মনিটাইজেশন পেতে হলে আপনার চ্যানেলে ১০০ সাবস্ক্রাইবার ও ১০০ মিনিট ওয়াচ টাইম লাগবে।
কখন থেকে টফি অ্যাপসে ইনকাম শুরু হবে?
আপনার চ্যানেলে যে কয়টি ভিডিও দেন না কেন। আপনার চ্যানেলে যদি তাদের শর্ত অনুযায়ী ১০০ সাবস্ক্রাইবার ও ১০০ মিনিট ওয়াচ টাইম পূরণ হবে। ঠিক তারপর থেকে আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু হয়ে যাবে। তারপর থেকে আপনার চ্যানেলে ইনকাম করতে পারবেন।
টফি অ্যাপসে কত টাকা হলে তুলতে পারবেন?
টফি অ্যাপসে সর্বনিম্ন ১০০০ টাকা হলে তুলতে পারবেন। এবং টাকাটি আপনি বিকাশ বা নগদের মাধ্যমে তুলে নিতে পারবেন। তাদের পেমেন্ট করার সময় হলো ১৫ দিন। আপনার পেমেন্ট উত্তোলনের ঠিক ১৫ দিনের মধ্যে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন।
কোন ধরনের ভিডিও আপলোড করলে বেশি ভিউ পাওয়া যায়?
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি হলো Comedy & Music. এখন সময়ে মানুষ বেশি ফানি ভিডিও দেখতে পছন্দ করে এবং গান শুনতে পছন্দ করে। তাই আপনি যদি পারেন এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনার অন্য কোন ক্যাটাগরি থেকে থাকে তাহলে সেগুলো দিয়েও ভালো একটা কিছু করতে পারবেন। বর্তমান সময়ে এই দুই ধরনের ক্যাটাগরিতে বেশি ভিউ হয়। তবে অবশ্যই এই ভিডিওগুলো আপনার নিজস্ব বানানো হতে হবে কোন কপিরাইট করা যাবে না।
টফি অ্যাপে অন্যের ভিডিও আপলোড করা যাবে কিনা?
আপনি অন্যের ভিডিও আপলোড করতে পারবেন তবে যে সকল ভিডিও টফি অ্যাপসের মধ্যে রয়েছে সে সকল ভিডিও আপলোড করতে পারবেন না। এছাড়া বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করতে পারবেন না। কারণ তারা কপিরাইট ক্লেইম দিতে পারে। তাই আপনি এমন ভিডিও ব্যবহার করবেন যাতে সে আপনাকে কপিরাইট ক্লেইম না দিতে পারেন। এছাড়া অন্যের ভিডিও আপলোড করতে হলে সেই ভিডিওটি আপনাকে নিজে এডিট করে একটু পরিবর্তন করে নিতে হবে। তবে সেই ভিডিওটি যেন আগে থেকে টফি অ্যাপস এর মধ্যে না থাকে। যে সকল ভিডিওর টফি অ্যাপের মধ্যে নেই সেই সকল ভিডিও আপনি আপলোড করতে পারবেন।
টফি চ্যানেলে কিভাবে ব্যাচ পাবেন?
- আপনার টফি চ্যানেলে যদি ১ হাজার সাবস্ক্রাইবার ও ৫০০০ মিনিট থাকে তাহলে আপনি Toffee Creator একটি ব্যাচ পাবেন।
- আপনার টফি চ্যানেলে যদি ১০ হাজার সাবস্ক্রাইবার এবং ৫ লক্ষ মিনিট থাকে তাহলে আপনি Toffee Ninja ব্যাচটি পাবেন।
- আপনার টফি চ্যানেলে যদি ১ লক্ষ সাবস্ক্রাইবার ও ৫০ লক্ষ মিনিট হয় তাহলে আপনি Toffee Wizard ব্যাচটি পাবেন।
- আপনার ট্রফি চ্যানেলে যদি ১০ লক্ষ সাবস্ক্রাইবার ও ৫ কোটি মিনিট হয় তাহলে একটি Toffee Legend ব্যাচ পাবেন।