Vivo নিয়ে আসছে মার্কেট চ্যালেন্স ফোন Vivo X Fold 3 & Vivo X Fold 3 Pro
Vivo অন্য ব্রান্ডকে টিক্কা দিতে নিয়ে আসছে X Fold 3 & X Fold 3 Pro. এই ফোনটি একটি বইয়ের মত খোলা যায়। ফোনটি একটি স্মার্টফোন ও ট্যাব এর মতো ব্যবহার করতে পারবে ব্যাবহারকারীরা। Vivo X Fold সিরিজের ফোন গুলো হবে হালকা ওজনের। যেখানে Honor’s Magic V2 ও Samsung Galaxy Z Fold 5 এই ফোন গুলো থেকে ওজন কম হবে X Fold 3 & X Fold 3 Pro. তাতে একজন ব্যবহারকারী হাতের মুঠোয় রাখতে নরমাল স্মার্টফোনের মত ফিল করবে।
Vivo Fold 3 & Vivo X Fold 3 Pro ফোন দুটির ওজন হবে ২১৯ গ্রাম ও উচ্চতা ৮.০৩ ইঞ্চি। ফোনগুলোর ডিসপ্লে রেজুলেশন 2200×2480 পিক্সেল ও 120Hz এর রিফ্রেশ রেট Foldable LTPO AMOLED ডিসপ্লে সাথে 1B Colors HDR10+, Dolby Vision, 4500 nits (peak) রয়েছে। এই ফোনগুলোর ডিনসিটি থাকবে 413ppi এতে বোঝা যায় বেশ স্পিডে ব্যবহারকারী ফোনটিতে কাজ সম্পূর্ণ করতে সক্ষম।
Vivo X Fold 3 ফোনের প্রসেসর Qualcomm SM8550-AB Snapdragon 8 Gen 2 (4 nm) এবং Vivo X Fold 3 Pro ফোনের প্রসেসর Qualcomm SM8550-AB Snapdragon 8 Gen 3 (4 nm) লেটেস্ট শেষ প্রজন্ম লাগানো হয়েছে যা আগামী ৬-৭ বছরের মধ্যে মার্কেটে আসা ফোনের সাথে টিক্কা দিয়ে চলবে বলে আসা করে Vivo কোম্পানি। ফোনগুলো Android v14 থেকে শুরু করবে এবং পরবর্তী যত Android V আসুক তা আপডেট করতে পারবেন। তাতে ফোনগুলো নতুন আপডেটে চলবে এবং নতুন ফিচার অটোমেটিক পাবে।
ক্যামেরা রয়েছে তিনটি যেগুলোতে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল রয়েছে Vivo X Fold 3 ফোনটিতে। এবং Vivo X Fold 3 Pro ফোনে রয়েছে 50+64+50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। এবং সেলফি ক্যামেরা ২টি ৩২+৩২ মেগাপিক্সেল সকল মডেলেই। এই ফোনটি দিয়ে 8K রেজুলেশন এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
ফোনগুলোর র্যাম ১৬ জিবি থাকবে তবে স্টোরেজ 512GB ও 1TB তে বের হবে। Vivo X Fold 3 & Vivo X Fold 3 Pro ফোনগুয় 5700mAh এর বেশ বড় ব্যাটারি সাথে 100W এর ফাস্ট চাজিং ও ওয়ারলেস 50W এর চাজিং রয়েছে। টাইপ-সি সাপোর্ট তবে কোন আলাদা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
ফোনগুলোয় ডুয়েল ফিঙ্গারপ্রিন্ট থাকবে ডিসপ্লেতে এছাড়া বেশ উন্নত মানের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনগুলো ৫জি- নেটওয়ার্ক সমথর্ন করে। এবং ফোনগুলোর দাম বেশ বড় রেন্জের মধ্যে ১ লক্ষ ১০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার এর মধ্যে পাওয়া যাবে বাংলাদেশে।
এই ফোনগুলোর ফুল রিভিউ দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
Vivo X Fold3 Price in Bangladesh, Full Specifications & Review
Vivo X Fold 3 Pro Price in Bangladesh, Full Specifications & Review
এই ধরনের সকল মোবাইল এর সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।