Homeগ্যাজেটOppp A1i নতুন ফোন আসছে ৮ ও ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি...

Oppp A1i নতুন ফোন আসছে ৮ ও ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ 5000mAh Battery

Oppp A1i নতুন ফোন আসছে ৮ ও ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ 5000mAh Battery

Oppp a1i

Oppo নিয়ে আসছে A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A1i. ফোনটি Oppo এর অফিসিয়াল চাীনের ওয়েবসাইট-এ প্রকাশ করেছে। চীনে ১৯ই এপ্রিল সকাল ১০ টা থেকে ক্রেতা প্রি-অডার করতে পারবেন। তারা প্রি-অডার করার মাধ্যমেই ফোনটি বাজারে লাঞ্চ করবে।

Oppp a1i 12gb256gb

Oppo A1i ফোনটি বাজারে দুটি সিরিজে রয়েছে ৮জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ একটি ও ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটি অফিসিয়াল ভাবে চীনের বাজারে আসবে।

ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি কিন্তু কত ওয়ার্ডের চার্জার বের হবে এটা স্পষ্ট করেনি। তবে ফোনটি দুটি কালারে বের হয়েছে নাইট কালো ও ফ্যান্টম পার্পল। ক্রেতা তার পছন্দমত ফোনের প্রি-অডার করতে পারবে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Oppp a1i color

ফোনটিতে পিছনে মেইন একটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার মতো দেখতে সেখানে ফ্লাশ ব্যবহার করা হয়েছে। এবং ফোনটি ব্যবহার করতে ব্যবহারকারীরা খুবই কম্পোটোফিল করবে। এছাড়া ফোনটির ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক থাকবে।

Oppo A1i ফোনের বেশি কিছু স্পেসিফিকেশন দেওয়া নাই। তাই যতটুকু জানতে পারছি ও তাদের ওয়েবসাইটের দেখতে পারছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করা হলো।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here