Noise Air Buds Pro 6 ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন
Noise নিয়ে আসছে Air Buds সিরিজের নতুন ওয়্যারলেস হেডফোন Noise Air Buds Pro 6 মডেল। এই ওয়্যারলেস হেডফোনটি আগামী ৯ই এপ্রিল ২০২৫ তারিখে লঞ্চ করা হবে। আর এই দিনে আপনি পেয়ে যাবেন প্রি অর্ডার করলে ১০০০ টাকা ডিসকাউন্ট।
ভারতে এই হেডফোনটির দাম রয়েছে ৩৫০০ টাকা যেখান থেকে আপনি amazon স্টোর থেকে Rs. 499 দিয়ে প্রি অর্ডার করলে ৯৯৯ টাকা ডিসকাউন্ট পাবেন। তাই আপনি যদি একটু ভালো মানের ওয়ারলেস হেডফোন কিনতে চান তাহলে এটা হবে আপনার জন্য বেস্ট একটি সুযোগ।
Table of Contents
Noise ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশ করেছিল Noise Air Buds 6 TWS তবে এটি ব্যবহারকারীদের আকর্ষিত করেছিল এই ধারাবাহিকতায় এবার তারা প্রো ভার্সনের Noise Air Buds Pro 6 TWS নিয়ে আসছে।
এই ওয়ারলেস হেডফোনটি কোয়াড মাইক এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেটি আপনার কানে সাউন্ড স্পষ্ট হাই কোয়ালিটিতে দিবে। এই হেডফোনটি ৪৯ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সলেশন করতে পারে তাছাড়া এই হেডফোনটি দিয়ে আপনি একটানা ৪৩ ঘন্টা প্লেটাইম ব্যবহার করতে পারবেন।
Noise Air Buds Pro এ স্থানীক অডিও হাই কোয়ালিটিতে প্রদান করবে এবং এটি LHDC কোডেক সমর্থন করে যা অডিও কে ২৪বিট পর্যন্ত উচ্চমানের অডিও প্রদান করে। যা অডিওর স্ট্যান্ডার্ড SBC কে কোটেকের চেয়ে তিনগুণ বেশি তথ্য প্রেরণ করে।
Noise এই হেডফোনটিকে ইনইস্টা চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে আপনি মাত্র ১০ মিনিট সার্চ করলে এটি ১৫০ মিনিট পর্যন্ত প্লে টাইম দেবে। এবং এটি অতিরিক্ত ভাবে 50ms লো ল্যাটিন্সি মোড, ইন-ইয়ার ডিটেকশন, একটি হাইপার সিঙ্ক সংযোগ এবং অতিরিক্ত সুবিধার জন্য IPX5 ওয়াটার রেজিস্টার্ড রয়েছে। এটি আপনার এই হেডফোনটিকে জলে পড়লেও প্রটেকশন দিবে।
Noise Air Buds Pro এই হেডফোনটি তিনটি কালারে পাওয়া যাবে স্লেট কালো, নিম্বাস ধূসর ও পাপড়ী গোলাপি। এছাড়া এই ওয়ালেস হেডফোনটি তে কি কি স্পেসিফিকেশন রয়েছে তা নিচে দেওয়া হল:

Noise Air Buds Pro 6 Specifications
- 12.4mm titanium drivers
- Connectivity: Bluetooth v5.3
- 49dB hybrid ANC, Spatial Audio support
- LHDC codec support
- Touch controls
- Quad mic with Environmental Noise Cancellation Technology for Calls
- Up to 43 hours of total playback time, up to 7 hours with buds
- Fast Charging: Instacharge fast charging support, provides 150 mins of playback in just 10 mins of charge
- Low latency of 50ms
- Hyper Sync Technology, Google Fast Pair supported, in-ear detection
- IPX5 Splash and Sweat Resistance
- 1-year warranty