গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস | Earn Money by Play Games mRewards

বর্তমান সময়ে মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে মোবাইলে গেমস খেলা। আর আপনি এই গেমস খেলেই টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে আপনি বিভিন্ন ধরনের গেমস পাবেন যেগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এবং এই টাকা চাইলে আপনি বিকাশ একাউন্টে অথবা আপনি যদি ফ্রি ফায়ার অথবা পাবজি গেম খেলে থাকেন। সেই সকল গেমসে ডায়মন্ড টপআপ করতে পারবেন। এছাড়া আপনি শুধুমাত্র বাংলাদেশ থেকে নগদ টাকা নিতে পারবেন বিকাশ একাউন্টের মাধ্যমে। তাহলে চলুন কিভাবে আপনি গেমস খেলে টাকা ইনকাম করবেন সে সিস্টেমটি আমি বলে দিই।

আপনি সরাসরি কোন গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে টাকা ইনকাম করার জন্য একটি অ্যাপসের মাধ্যমে করতে হবে। এবং আজকের অ্যাপসটির নাম হচ্ছে mRewards. আপনি এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন তার মধ্যে রয়েছে গেমস খেলা, সার্ভে করে, টাচ পূরণ করে, এবং ভিডিও এড দেখে । আপনি এই সকল মাধ্যমেই এই একটি অ্যাপস এর মধ্য দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

mRewards কি?

mRewards হলো একটি মাধ্যম। যার মাধ্যমে আপনারা গেমসগুলো খেলবেন এবং সেই গেমস খেলার বিনিময় আপনি কিছু পয়েন্ট পাবেন। এছাড়া বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে এবং আপনি ভিডিও এড দেখেও পয়েন্ট ইনকাম করতে পারবেন। আরে পয়েন্ট থেকেই আপনি টাকা কনভার্ট করে আপনার ব্যালেন্স এ নিয়ে নিতে পারবেন।

কিভাবে mRewards অ্যাকাউন্ট খুলতে হয়?

প্রথমে আপনি নিচে দেখুন start to earn money একটি বাটন পাবেন। এই বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিন। অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন সে ক্ষেত্রে নাও পেতে পারেন তাই আপনি নিজের বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিন খুব সহজে।

অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করুন। এরপর আপনি অ্যাপসটি ওপেন করলে একাউন্ট খোলার জন্য একটি জিমেইল সিলেক্ট করতে বলবে। ওখানে গুগলের একটি অপশন পেয়ে যাবেন। যেখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে সবগুলো শো করবে। এবং আপনি ওখান থেকে আপনার পছন্দের যে জিমেইল সিলেক্ট করে নিন। আপনি জিমেইলে ক্লিক করলে অটোমেটিক আপনার একাউন্টটি হয়ে যাবে।

mRewards কিভাবে কাজ করবেন?

অ্যাপসটিতে আপনি পাঁচটি কাজ পেয়ে যাবেন।

1. play game
2. Refer and Earn
3. Apps task
4. Survey offer
5. Watch video


1. Play Game:
Play game ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো গেম চলে আসবে। আপনি এখানে থেকে গেমসগুলো ডাউনলোড করতে হবে। আপনি এখানে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন। তা আপনার কাছে ভালো লাগবে ঠিক সেটা আপনি ডাউনলোড করতে পারেন।

এপ্স গুলো ডাউনলোড করার জন্য Play Now পর ক্লিক করে দিন। এরপর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনি অ্যাপসগুলো ইন্সটল করে নিবেন। এরপর আপনি গেমসগুলো এক মিনিট খেললে বা সেই অ্যাপের ভিতর এক মিনিট থাকলে আপনার পয়েন্ট অটোমেটিক এই mRewards অ্যাপে যোগ হয়ে যাবে। আপনি ওই গেমসের apps এ যত সময় ধরে আপনি গেমস খেলবেন তত সময় ধরে আপনার ব্যালেন্স এ পয়েন্ট হতে থাকবে। এবং আপনি অবশ্যই দেখবেন mRewards থেকে যে গেমস টি আপনি ডাউনলোড করতেছেন সেটি মোট কত পয়েন্ট আপনাকে দিবে। ঠিক সেই কয় পয়েন্ট ছাড়া আপনি কিন্তু আর পয়েন্ট পাবেন না। তাই ওখানে যে পয়েন্ট পর্যন্ত দিবে ঠিক সে পয়েন্ট পর্যন্ত আপনাকে কালেক্ট করতে হলে ওই পর্যন্ত আপনাকে গেম খেলতে হবে। আপনি ওই গেমসটা থেকে কত পয়েন্ট আরনিং করলেন সেটা দেখতে হলে Your Apps এরপর ক্লিক করে দেবেন।

আর আপনি এখান থেকে চাইলে সবগুলো অ্যাপস ডাউনলোড করে সবগুলো গেমস আপনি খেলতে পারেন এখানে প্রতি মিনিট পরপর আপনার ব্যালেন্সে পয়েন্ট যোগ হবে। তো আপনি এভাবে গেমস খেলুন আর এই অ্যাপসের মাধ্যমে আপনার পয়েন্ট যোগ হবে।

2. Refer & Earn:
আপনি রেফারের পর ক্লিক করে দিলে আপনার কাছে একটি রেফারের লিংক চলে আসবে। সেই লিংকটি আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এবং সে যদি আপনার লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করে একটি গেমস খেলেন সে ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন সাথে সাথে এক হাজার পয়েন্ট। তো আপনি এরকমভাবে যত রেফার করবেন তত আপনার ইনকাম হবে। কিন্তু অবশ্যই আপনার রেফারটি সঠিক হতে হবে। আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন সেজন্য যে কোন একটি অ্যাপস ডাউনলোড করে এবং সেই অ্যাপসের ভেতর কিছু সময় থাকে সেটি হয়তো গেম হতে পারে অথবা অন্য কোন অ্যাপ হতে পারে। তো বন্ধুরা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আপনি বেশি বেশি ইনকাম করুন।

Code: 733633

3. Apps Task:
অ্যাপস টাস্ক আপনি এই কাজটি করতে চাইলে। আপনাকে অনেক সিস্টেম দেখতে হবে। এই কাজটা একটু কঠিন আছে। ভাই আপনি যদি না পারেন সে ক্ষেত্রে আপনার এই কাজটি করার দরকার নাই। আর আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনি করতে পারেন। অ্যাপস টাসকের কাজ হল ওখানে আপনি অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন যেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে বা বিভিন্ন ধরনের কাজ করতে হবে। ওখানে যে শর্তগুলো দেবে সেই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে তাহলে আপনার ব্যালেন্সে পয়েন্টে অ্যাড হবে।

4. Sarvay Offer:
Sarvay offer এর কাজ হল আপনি বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবেন সেগুলো আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে। সেটি যদি গেমস হয় তাহলে আপনাকে গেমস খেলতে হবে। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে নিয়ে যেতে পারে যেখানে আছে আপনাকে কিছু পূরণ করতে হবে। এই সকল কাজই হলো সার্ভে অফার এর কাজ। এই কাজটিও আপনারা সবাই করতে পারবেন না। তাই আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি কাজটি করতে পারেন তাহলে করেন। আর আপনি যদি এই কাজটি না করতে পারেন তাহলে করার দরকার নাই। আপনি এক নাম্বার ও ৫ নাম্বারের কাজটি করতে পারেন। এতে করে আপনি অনেক পয়েন্ট ইনকাম করতে পারবেন। এবং আপনি চাইলে রেফার করতে পারেন।

5. Watch Video:
আপনি ভিডিও এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওডের পরে ক্লিক করুন এবং আপনার সামনে অ্যাড শো করবে। একটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এবং আপনি প্রতিটা অ্যাডের জন্য পাবেন ১০ পয়েন্ট করে। আপনি এভাবে কিন্তু অনেকগুলো অ্যাড দেখতে পারবেন। এবং আপনি প্রতিদিন ভিডিও এড দেখে এই পয়েন্ট কালেক্ট করতে পারবেন।

বন্ধুরা আপনারা এই পাঁচটি কাজ করে কিন্তু mRewards অ্যাপসে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া এখানে কিন্তু আর কোন সিস্টেম নাই। ভাই আপনি শুধুমাত্র এই পাঁচটি কাজ করতে পারবেন।

Payment method?

1. Bkash
2. Free Fire
3. Mobile Legend
4. PUBG

আপনি যদি সরাসরি টাকা নিতে চান তাহলে বিকাশের মাধ্যমে পেমেন্ট টা নিতে পারবেন। এ ছাড়া আপনি যদি নিচে তিনটি গেমস খেলে থাকেন তাহলে ওই গেমসে আপনি ডায়মন্ড টপ করতে পারবেন। আর এখানে পেমেন্ট করে ২৪ ঘন্টার মধ্যে। আপনি নিশ্চিন্ত এখানে কাজ করতে পারেন ১০০% করে এই অ্যাপসটি।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল দিবে অটোপাস Happy Eid-Ul-Adha 2024: Top 25 Eid Mubarak Wishes, Messages and Quotes to share with your friends and family 10+ Best Eid ul adha pic – Best Eid ul adha 2024 images 20+ Best Pohela Boishakh Pic 2024 Eid Mobarak Poster Design – Best Eid Mubarak Pic 2024 VIVO T3 5G Price in Bangladesh, Full Specs & Review Infinix Note 40 Pro 5G Full Specifications