How to create YouTube channel and make money – Beginner’s Guide – Step-By-Step
আজকের টিপস্:- কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন?
বর্তমানে সবচেয়ে বড় মার্কেটিং হল ইউটিউব মার্কেটিং। আর আপনি এই ইউটিউব মার্কেটিং করেও টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান সময় খুবই জনপ্রিয় একটি মাধ্যম হলো ইউটিউব মার্কেটিং। তাই ইউটিউব থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন সেই সকল বিস্তারিত জানিয়ে দিব। আপনাদের জন্য কয়েকটি পার্ট অনুসারে আমার পোস্টগুলো থাকবে। এক একটা পোস্টের মধ্যেও আপনি এক একটা Step জানতে পারবেন।
ইউটিউবিং করতে কি লাগবে?
ইউটিউবিং করার জন্য আপনার প্রয়োজন হবে-
১) মোবাইল ফোন
২) কম্পিউটার
৩) ল্যাপটপ
এই তিনটির মধ্যেও আপনার কাছে মাত্র 1টি থাকলেই আপনি ইউটিউবে কাজ শুরু করে দিতে পারবেন। ইউটিউবিং করার জন্য আপনার ভালো দামের মোবাইল ফোন অথবা কম্পিউটারের প্রয়োজন হবে না। তবে প্রয়োজন হবে একটু ভালো নেটওয়ার্ক পাওয়ার এবং ফোনটিতে ভালো কাজ করা।ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অনেকটা ধৈর্য ধরে কাজ করতে হবে। যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে আপনি ইউটিউবে সফলভাবে কাজ করতে পারবেন এবং টাকাও ইনকাম করতে পারবেন। এইজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
ইউটিউবিং করতে কি কি প্রয়োজন?
১. একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে?
২. কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন?
৩. কিভাবে ভিডিও বানাতে হয়?
৪. কিভাবে থামনাইল বানাতে হয়?
৫. কিভাবে ভিডিও আপলোড করতে হয়?
৬. কিভাবে ভিডিও র্যাঙ্কিং করতে হয়?
৭. কিভাবে মনিটাইজেশন পাবেন?
বন্ধুরা আপনাদের জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয় ইউটিউবে। এবং আপনি ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবেন সেই সকল টিপস নিয়ে আমার এই পোস্ট করা শুরু। আপনারা যদি আমার পোস্টগুলো সম্পূর্ণ পড়েন এবং মনোযোগ সহকারে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন।
- ইউটিউব মনিটাইজেশন পলিসি ২০২৪ | youtube monetization rules 2024
- কিভাবে ভিডিও দেখে সফল ইউটিউবার হবেন
- পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার কে – বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে
বন্ধুরা আগেই বলে রাখি ইউটিউব থেকে টাকা ইনকাম করা খুবই সহজ। আমি আপনাদেরকে ইউটিউবে চ্যানেল খোলা থেকে শুরু করে টাকা আয় পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে শিখাবো। তাই অবশ্যই আপনারা আমার সাইটের সকল পোস্টগুলো প্রতিদিন কন্টিনিউ করে মনোযোগ সহকারে পড়বেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাব কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। এবং শুধু ইউটিউব চ্যানেল খুললেই হবে না আপনাদেরকে কি কি করতে হবে প্রথম অবস্থায় সে সম্পর্কে আজকের পোস্ট।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন?
১. ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে প্রথমেই একটি গুগল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে।
কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়?
প্রথমেই আপনার ফোনের অথবা কম্পিউটারের জিমেইল এপ্সটি ওপেন করুন। এবং আপনার ফোনে যদি জিমেইল থাকে তাহলে সেটি দিয়ে হবে। অথবা চাইলে আপনি নতুন করে আরেকটি জিমেইল খুলে নিতে পারেন।
- কিভাবে নতুন জিমেইল একাউন্ট খুলবেন?প্রথমে আপনার প্রোফাইল অপশন এ ক্লিক করুন। এরপর আপনি And Another Account ক্লিক করুন।
এরপর আপনি google এর পরে ক্লিক করে দিন। তারপর আপনার ফোনে যদি কোন লক থাকে তাহলে সেই লকটি খুলে নিবেন। লকটি হলো আপনার ফোনে ব্যবহার করা লক।
তারপর আপনি নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য Create Account ক্লিক করুন এবং For Myself সিলেক্ট করুন। এরপর আপনাকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নতুন পেজে নিয়ে যাবে।
একাউন্ট খোলার জন্য আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নামটি দিবেন। প্রথম নাম হল আপনার নাম এবং দ্বিতীয় নাম হল আপনার পদবী। তারপর আপনি নেক্সট এ ক্লিক করে দিন। এবং আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। আপনার জন্ম নিবন্ধন এর তারিখ মাস ও বছর দিতে হবে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেটি। এরপর নিচে সিলেক্ট করুন আপনি ছেলে না মেয়ে। যদি আপনি ছেলে হন তাহলে আপনি Male সিলেক্ট করবেন এবং যদি আপনি মেয়ে হন তাহলে Female সিলেক্ট করবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিন।
এবার আপনাকে কিছু রেন্ডম জিমের নাম দেয়া হবে চাইলে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি • Create Your Own Gmail Address ক্লিক করুন। আপনার কাছে নতুন নাম দেওয়ার একটি বক্স আসবে। সেখানে আপনার পছন্দমত নামটি লিখে দিন। নামটি দেবার সময় মাঝে কোন স্পেস হবে না। এবং আপনি সবগুলো ছোট হাতের ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনার ওই নামটি না আসে তাহলে লাস্টে থেকে কিছু সংখ্যা ব্যবহার করুন অথবা অন্য নাম ব্যবহার করুন।
এবার আপনি আপনার পাসওয়ার্ডটি লিখে দিন। অবশ্যই আপনি একটু কঠিন পাসওয়ার্ড দেবেন। এবং আপনার জিমেইল এড্রেসটি ও পাসওয়ার্ডটি আপনার সুরক্ষায় স্থানে খাতা বা যে কোন জায়গায় লিখে রাখতে পারেন। কারন আপনার এড্রেসটি ও পাসওয়ার্ডটি মনে রাখতে হবে পরবর্তীতে অ্যাকাউন্ট লগইন করার জন্য। তাই এখানে অবশ্যই একটু কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন।
এরপর আপনার কাছে একটি মোবাইল নাম্বার চাইবে। যেহেতু আপনি এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। সেহেতু এখানে আপনি একটি নাম্বার ব্যবহার করবেন আপনার নিজের ফোনের নাম্বার। নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করুন।
এরপর আপনার কাছে একটি রিভিউ দেখাবে যে আপনার জিমেইল এড্রেস টির নাম এবং আপনি কোন নাম্বারটি ব্যবহার করেছেন সেটা দেখাবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে যাবে। এই পেজটিতে যে লেখাগুলো আসবে সেটি উপরের টান দিয়ে নিচের দিকে যাবেন। এখানে লেখা থাকবে I agree এটার পর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার আপনি পাঁচ মিনিট অপেক্ষা করুন। কারন আপনার যে মেইলটি সম্পূর্ণ হতে একটু সময় নিবে।
কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন?
প্রথমেই আপনার মোবাইল ফোন অথবা আপনার কম্পিউটারের ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপসটি ওপেন করার পর উপরে ডানদিকে আপনার প্রোফাইল অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন।
এরপর আপনার জিমেইলটি সিলেক্ট করে নিন। যে যে মেইলটি আপনি খুলেছেন সেটি যদি থাকে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে না এবং আপনি চাইলে অন্য আরেকটা জিমেইল আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। যে মেইল চেঞ্জ করার জন্য > ক্লিক করুন। এবং আপনার gmail টি সিলেক্ট করে নিন। এবার আপনি Your Channel ক্লিক করুন। তারপর আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে।
একাউন্ট খোলার জন্য
Picture: এ আপনার একটি ছবি আপলোড করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো আপলোড করতে হবে। লোগোটি আপনার চ্যানেলের নাম অনুসারে দিবেন।
•কিভাবে লোগো বানাতে হয়?
ছবিটি আপলোড করার পর।
Name: আপনার চ্যানেলের একটি নাম দেবেন। যে নাম দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান সেই নামটি দিন।
Handle: এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে নামটি থাকবে সেই নামটি আবারও লিখুন। কিন্তু এখানে সবগুলো ছোট হাতের হবে এবং কোন স্পেস থাকবে না। একসাথে সবগুলো ছোট হাতের ওয়ার্ড হবে।
তিনটি জিনিস সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে আপনি Create Channel ক্লিক করুন।
আপনার একটি সফলভাবে ইউটিউবে চ্যানেল খোলা হয়ে গেল। এখন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি সাজাবেন। দেখুন ইউটিউবে যদি আপনি কাজ করতে চান তাহলে আগেই আপনার ইউটিউব চ্যানেলটিকে সাজিয়ে নিতে হবে। তাই আমি আপনাদের জন্য আরেকটি পোস্ট বানাবো যে কিভাবে আপনার চ্যানেলটি খুব সুন্দর ভাবে সাজাবেন। এছাড়া আপনি কাস্টমাইজ করবেন আপনার youtube চ্যানেলটি।