Infinix Note 40 সিরিজ মার্কেট কাঁপানো ফোন নিয়ে আসছে
ইতিমধ্যে, Infinix নিয়ে আসছে এই প্রথম 3D ডিসপ্লে ও Wireless চার্জিং। তাও স্বল্প বাজেটে যেটা কেউ কখনোই কল্পনাও করে নাই। Infinix যে ৪টি মডেল নিয়ে আসছে Infinix Note 40 সিরিজের তা অন্য মডেলে কিনতে ৮০ হাজার টাকার উপর যেতে হবে। আর সেখানে ৩০-৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে Infinix Note 40 সিরিজের ফোন গুলো।
Infinix Note 40 সিরিজের ফোন গুলো দেখুন
- 1. Infinix Note 40
- 2. Infinix Note 40 Pro
- 3. Infinix Note 40 Pro 5G
- 4. Infinix Note 40 Pro Plus
শুধু মাত্র Infinix Note 40 ফোনে 5G নেটওয়ার্ক পাচ্ছেন না। আর বাকি ৩টি মডেলের ফোনে রয়েছে 5G Network. এছাড়া বেশ কিছু পার্থক্য রয়েছে ফোনগুলোর মধ্যে।
Infinix Note 40 Specifications
Infinix Note 40 ফোনটি ৮ জিবি র্যাম এর সাথে ১৬জিবি এক্সটা র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এ বের হয়েছে। ফোনটওতে Mediatek Helio G99 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে শুধু ৫-জি নেটওয়ার্ক সাপোর্ট নেই। এই ফোনটিতে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। 5000 mAh এর ব্যাটারি সাথে 45W এর ফাস্ট চাজিং ও ওয়ারলেস 20W এর চাজিং পাবেন। এছাড়া AMOLED ডিসপ্লে ও 120Hz এর রিফ্রেশ রেট থাকবে। ফোনটির বাংলাদেশী দাম আসছে পারে ২৭ থেকে ২৮ হাজার টাকা।
Infinix Note 40 Pro Specifications
Infinix Note 40 Pro স্মার্টফোনে রয়েছে ৮জিবি র্যাম এর সাথে একস্ট্রা ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এ বের হয়েছে। এই স্মার্টফোনে Mediatek Dimensity 7020 (6 nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে ৫-জি নেটওয়ার্ক সাপোর্ট করে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ সকল কিছু Infinix Note 40 এর সেম রয়েছে। এই ফোনটির দাম আসতে পারে ২৯ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।
Infinix Note 40 Pro 5G Specifications
Note 40 Pro 5G ফোনে Mediatek Helio G99 Ultimate এর প্রশেসর রয়েছে। 70W এর ফাস্ট চাজিং এবং ওয়ারলেস 20W এর চাজিং রয়েছে 5000 mAh এর ব্যাটারি। ১০৮ মেগাপিক্সেল এর OIS সুপার মেইন ক্যামেরা সাথে জুম কাম। ফোনটিতে ৮জিবি + ১২ জিবি র্যামে বের হবে তবে একস্ট্রা র্যাম থাকবে ২৪ জিবি ও রোম দিচ্ছে ২৫৬ জিবি। ২টি কালারে ফোনটি পাওয়া যাবে। ফোনটির বাজারের মূল্য হতে পারে ৩১ হাজার থেকে ৩৩ হাজার টাকা এর মধ্যে।
Infinix Note 40 Pro Plus Specifications
Note 40 সিরিজের সবচেয়ে ধামাকা ফোন মডেল হল Infinix Note 40 Pro Plus 5G. ফোনটিতে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। মিডিয়াটেক এর প্রসেসর ও এমুলেড ডিসপ্লে 120Hz এর। ব্যাটারি 4600mAh এর সাথে 100W এর ফাস্ট চাজিং ও 20W এর ওয়ারলেস চাজিং পাওয়া যাবে। সেলফি ৩২ মেগাপিক্সেল ও ফিছনের ১০৮ মেগাপিক্সেল 4K রেজুলেশন এর ভিডিও রেকর্ড করা যাবে। সাথে এক্সট্রা র্যাম ২৪ জিবি থাকবে। ফোনটির বাজারের মূল্য হতে পারে 33 হাজার থেকে 35 হাজার টাকার মধ্যে। তবে সকল মডেলের চেয়ে এটি অনেক বেশি ভালো আমার মনে হয়।
তো বন্ধুরা এই ফোনগুলোর ফুল রিভিউ দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
Infinix Note 40 Pro 5G Price in Bangladesh, Full Specifications & Review
Infinix Note 40 Pro Plus 5G Price, Features and Specifications
এই ধরনের সকল মোবাইল এর সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।