Tourist sim in bangladesh – বাংলাদেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম কার্ড
ট্যুরিস্ট সিম:
বাংলাদেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম কার্ড। পৃথিবীর প্রায় ধনী দেশগুলোতে চালু রয়েছে ট্যুরিস্ট সিম। তাই আমাদের বাংলাদেশও উন্নত ধারাবাহিকতায় চালু করতে যাচ্ছে ট্যুরিস্ট সিম কার্ড।
ট্যুরিস্ট সিম কি?
এক দেশ থেকে অন্যদেশে গিয়ে সীমিত সময়ের জন্য ইন্টারনেট ও কথা বলার জন্য যে সিম গুলো ব্যাবহার করা হয় তাকে ট্যুরিস্ট সিম কার্ড বলে।
ট্যুরিস্ট সিম কার্ড সম্পর্কে ধারণা:
ট্যুরিস্ট সিম কার্ড গুলো সবার জন্য নয়। এটা শুধু পর্যটকদের জন্য। কারণ যেমন, আমাদের বাংলাদেশের সিম গুলো যেমন বাংলাদেশের নেটওয়ার্ক ছাড়া অন্য দেশে চলে না। তেমনি অন্য দেশের সিম আমাদের দেশে চলবে না।
সেই জন্য শুধুমাএ বিদেশিদের জন্য তৈরি করা হবে ট্যুরিস্ট সিম কার্ড। বিদেশ থেকে যারা ভ্রমন বা বিভিন্ন কাজের জন্য বাংলাদেশে আসেন সীমিত সময়ের জন্য। তাদের ইন্টারনেট ও কথা বলার জন্য সিমের প্রয়োজন হবে। কিন্তু আগে চালু ছিল পর্যটকরা তাদের পাসপোর্ট দিয়ে সিম রেজিষ্ট্রেশন করে ব্যাবহার করতেন।
কিন্তু তারাতো আমাদের দেশে সীমিত সময়ের জন্য আসতেন তাই তারা চলে গেলে সিম গুলো অপচয় হয়ে যায়। সেই সিমের নাম্বার অন্য কেউ ব্যাবহার করতে পারবেন না। এদিকে সিমের নাম্বার ব্লক হয়ে যায়। অন্যদিকে সিম কোম্পানি বা রাষ্ট্রীয় কোন আয় হয় না। সেই জন্য অন্য দেশের মতো আমাদের দেশেও ট্যুরিস্ট সিম চালু করা হবে।
এই সিমগুলো মেয়াদ থাকবে অল্প সময়ের জন্য যা সেই সময় পর সিমগুলোর রেজিষ্ট্রেশন বাদ হয়ে যাবে। তাতে সেই নাম্বার বা সিম অন্য কেউ আবার নতুন করে রেজিষ্ট্রেশন করতে পারবেন। এতে করে আমাদের দেশীয় সিমগুলোর অপচয় হবে না।
ট্যুরিস্ট সিম রেজিষ্ট্রেশন পদ্ধতি:
ট্যুরিস্ট সিম কার্ড রেজিষ্ট্রেশন করতে পারবেন পাসপোর্ট দিয়ে। একটি পাসপোর্ট দিয়ে দুইটি সিম রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। সেক্ষেত্রে সিম রেজিষ্ট্রেশন মেয়াদ শেষে অটোমেটিক রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যাবে।
ট্যুরিস্ট সিমের মেয়াদ:
(বিআরটিসি) জানিয়েছেন সিমটি ৭,১৫,৩০ দিন মেয়াদে সচল থাকবে। তবে পর্যটক চাইলে সিমের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। বাংলাদেশের যে কোন স্থান থেকে সিম সগ্রহ করতে পারবেন।
ট্যুরিস্ট সিম নেটওয়ার্ক:
সাধারণ সিমের মতোই এই সিমটিতে পাবেন 2G,3G,4G and Coming 5G Network.
বিটিআরসির ভাইস চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, পর্যটকের ভ্রমন ও কাজে আনন্দময় করে তোলার জন্য সিমটি খুব তাড়াতাড়ি চালু করা হবে।
ট্যুরিস্ট সিমের মূল্য?
এখনো ট্যুরিস্ট সিমের মূল্য নির্ধারন করা হয়নি। তবে ধারনা করা যায় এই সিম বিভিন্ন প্যাকেজ এর আওতায় থাকবে আর সেই অনুযায়ী সিমের মূল্য নির্ধারন করা হবে। অপারেটরা পর্যটকের চাহিদা অনুযায়ী অফার-প্যাকেজ দিতে পারবে কিন্তু দেশ-বিদেশের জন্য ডেটা, ভয়েস, এসএমএস এবং কম্বো প্যাকেজ ছাড়া আর কোনও প্যাকেজ অফার করা যাবে না।
আমাদের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
বিকাশ-নগদ একাউন্ট হ্যাক করে যেভাবে হ্যাকার