Honours 2nd Release Slip Date – অর্নাস ভর্তি ২য় রিলিজ স্লিপের তারিখ

- Advertisement -

Honours 2nd Release Slip Date – অর্নাস ভর্তি ২য় রিলিজ স্লিপের তারিখ

Honours 2nd release slip date অর্নাস ভর্তি ২য় রিলিজ স্লিপের তারিখ

যে সকল শিক্ষার্থীরা অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো তাদের জন্য শুভকামনা। কিন্তু যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাও নাই তাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে। আপনারা আবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

অনার্সে চান্স পাওয়ার জন্য দুইবারই সুযোগ পাওয়া যায়। তবে প্রথমবারই সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং দ্বিতীয়বার কিছুসংখ্যক শিক্ষার্থী চান্স পেতে পারে।

১১ ই জুন অনার্স প্রথম বর্ষের প্রথম রিলিজ স্লিপ প্রকাশ করা হয়েছে। তবে এখানে অনেকেই কলেজে চান্স পাইনি। তাই তাদের জন্য ২য় সুযোগ রয়েছে।

তবে বোর্ড কতৃপক্ষ এখনো অনার্স ভর্তি দ্বিতীয় রিলিজি স্লিপের তারিখ ঘোষণা করে নাই। তবে ধারণা করা যাচ্ছে বিগত বছর অনুযায়ী আগামী জুলাই মাসের ২য় সপ্তাহে অনার্স ভর্তি দ্বিতীয় রিলিজ স্লিপ এর আবেদন শুরু হতে পারে।

জুলাই ১২ বা ১৭ তারিখে অনার্স ভর্তি ২য় রিলিজ স্লিপ শুরু হতে পারে তাই আপনি যদি এই বছরে অনার্সে চান্স পেতে চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে।

এখন আপনি চাইলে ভর্তি হতে পারেন। এখানে আপনি যদি অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স না পান সে ক্ষেত্রে আপনার এক বছর নষ্ট হয়ে যাবে। যদি আপনার রেজাল্ট খুবই ভালো হয় তাহলে অনার্সে চান্স নিতে পারেন। যদি আপনার রেজাল্ট খারাপ হয় তাহলে আপনি ডিগ্রি চয়েস করতে পারেন।

Degree Admission 2024 | ডিগ্রি ভর্তি ২০২৪ – আবেদন তারিখ ও ৩টি আপডেট
- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here