Honours 1st Release Slip Result Check - অর্নাস ভর্তি ১ম রিলিজ স্লিপের রেজাল্ট চেক করার নিয়ম

Honours 1st Release Slip Result Check – অর্নাস ভর্তি ১ম রিলিজ স্লিপের রেজাল্ট চেক করার নিয়ম

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদের অর্নাস ভর্তি প্রথম রিলিজে আবেদন করা শেষ হয়েছে। এখন আপনারা যারা ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন তারা কি ভাবে চেক করবেন যে কোন কলেজে আপনি চান্স পেয়েছেন। অথবা চান্স পান নাই।

এই রেজাল্ট আপনি ২ ভাবে চেক করতে পারবেন যেমন: ১) এসএমএস এর মাধ্যমে ২) ওয়েবসাইটের মাধ্যমে।

এই দুটো মাধ্যমে আপনি দ্রুত রেজাল্ট জানতে পারবেন এসএমএস এর মাধ্যমে আর সবচেয়ে সহজে সবকিছু দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হলে রেজাল্ট পাবলিক হওয়ার সেই রাত ৯ টার পর দেখতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক

প্রথমে আপনার ফোনের এসএমএস এর অপসনে যান তারপর 16222 এই নাম্বারে মেসেজ পাঠাবেন nu<space>athn<space>roll no এটা লিখে।

যেমন, ছবিটি দেখুন:

ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক

প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন Link: www.nu.ac.bd/admission

তারপর হোমপেজ থেকে নিচে ” Application Login ” অপসনে ক্লিক করে পরের পেজে আসুন।

এই পেজে আপনার রোল নম্বর ও পাসওয়ার্ড লিখুন যেটা অবেদন করার সময় পেয়েছেন।

লগইন করলে যদি আপনি চান্স পান তাহলে আপনাকে Congratulations দিয়ে কোন কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নাম দেখাবে।

আর আপনি যদি এই কলেজেই ভর্তি হতে চান তাহলে নিচে দেখুন “Admission Form” অপসনে ক্লিক করে পরবর্তী কাজগুলো করতে হবে। এটা কিভাবে কলেজ কনফার্ম করবেন এই বিষয় নিয়ে পরবর্তী পোস্ট পাবেন।

আপনি যদি কলেজে চান্স না পান তাহলে আপনাকে দেখাবে ‘ You are not in the marit list NU- Authority.

যদি আপনি চান্স না পান তাহলে আপনি ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *