Google ৬টি আশ্চর্যজনক ফিচারস যা আপনি জানেন না

- Advertisement -
Google ৬টি আশ্চর্যজনক ফিচারস

Google ৬টি আশ্চর্যজনক ফিচারস যা আপনি জানেন না

গুগলের এমনই কিছু আশ্চর্যজনক ফিচারস আছে যেগুলা জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য। আজকের এই পোস্টে মূলত সেইসব আশ্চর্যজনক ট্রিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বরাবরের মতোই আপনাদের সাথে আছি, আমি শান্ত।

নাম্বার ওয়ান: আপনি গুগলে গিয়ে লিখেন ” KATAMARI ” লিখে সার্চ করেন।

Imarkup 20240408 213446

এবারে বলের মত একটা আইকন চলে আসবে জাস্ট এই বলের আইকনটি স্ক্রিনে চলে আসবে এবারে সেটিকে আপনি আপনার ফিঙ্গার দিয়ে ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন বিষয়টা ইন্টারেস্টিং।

নাম্বার টু: আপনি গুগলে গিয়ে লিখবেন “RRR” লিখে আপনি সার্চ করবেন।

Rrr

এবারে আপনার সামনে চলে আসবে এরকম একটা অপশন। যেখানে আপনি দেখতে পারবেন একটি বাইক এবং পাশে একটি গোড়া দৌড়াচ্ছে। মূলত ত্রিপল আর যে মুভিটি রয়েছে আপনারা যেটি দেখেছেন খুব সুপারহিট মুভি। এই মুভিটিকে বোঝানো হচ্ছে আর এই মুভিটি অনুসারী কিন্তু এই জিনিসটা গুগলে প্রদর্শন করে। এই জিনিসটা দেখে পার্সোনালি আমি নিজে বেশ অবাক হয়েছি। আসলে আপনার কি অনুভূতি সেটা আপনি কমেন্ট করে জানান।

নাম্বার থ্রি: আপনি গুগলে গিয়ে সার্চ করেন ” DROP BEAR ” লিখে

Drop bear

এবারের সাইডে থাকা এই আইকনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইখানে স্কিনে একটি ভাল্লুক রয়েছে যেটা পড়ে যাচ্ছে। কি ইন্টারেস্টিং না বিষয়টা?

নাম্বার ফোর: আপনি গুগলে গিয়ে লিখেন “ ISAAC NEWTON “

Isaac newton

এবারে আপনি কতগুলো আপেল গাছ দেখতে পারবেন আর এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে স্ক্রিনে কিছু আপেল পড়ে থাকতে দেখবেন। এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ ফানি লেগেছে

নাম্বার ফাইব: গুগলে গিয়ে আপনি হিপিজেপি যা ইচ্ছা টাইপ করে ফেলেন

Jdsghfdsuyfgdsghbvhjdbhjerdng

টাইপ করে আবার সার্চ করেন। এখন স্ক্রিনে একটি ফিশারমেন্ট কি আপনি দেখতে পারবেন। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখবেন যে বড়শি দিয়ে মাছ উঠছে আবার কখনো কখনো ময়লা উঠছে। তার মানে হচ্ছে আপনি যে সঠিক ভাবে টাইপ করেননি কিন্তু এখানে প্রমাণ হচ্ছে। যে এখানে আসলে তারা আসলে সার্চ করে আপনাকে ময়লা তুলে দিচ্ছে কি বিষয়টা অদ্ভুত লাগেনি। আমার কাছেও কিন্তু বেশ ফানি লেগেছে।

নাম্বার সিক্স: আপনি গুগলে গিয়ে লিখেন ” Google gravity

Google gravity

তাহলে দেখতে পারবেন গুগলের সকল ফ্রন্টগুলা কিন্তু পড়ে যাচ্ছে। যা দেখে আপনি মনে করতে পারেন যে সারা পৃথিবীর গেমটি এর মধ্যে চলে এসেছে। সো ফানি একটা জিনিস আমার কাছে কিন্তু এই জিনিসগুলো বেশ ভাল লেগেছে।

আসলে গুগলে এরকম কোন কিছু সার্চ করলে এরকম আশ্চর্য কিছু জিনিস আছে সেটা কিন্তু আমি আসলে কখনো ভাবতেই পারিনি। আমার কাছে বেশ লেগেছে যখন প্রথমবার এই জিনিসগুলো আমি সার্চ করে খুঁজে পেয়েছি।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here