ডিগ্রি ১ম বর্ষ উপবৃত্তির রেজাল্ট কবে দিবে – Degree 1st Year Uppobriti Result Publish Date 2024
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের অধ্যায়নত শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদন আগামীকাল ২৩ মে রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলবে। তো আপনারা এখনো পর্যন্ত যারা আবেদন করেননি অনলাইনে এই আবেদন প্রক্রিয়াটি আগামীকালকের মধ্যেই কমপ্লিট করে নিবেন।
তো আজকের পোস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উপবৃত্তি এই আবেদন শেষ করার কতদিন পরে গিয়ে ফলাফল প্রকাশ করবে?
কত টাকা আপনারা পাবেন এবং টাকা কবে নাগাদ দেয়া হতে পারে সো সম্পূর্ণ পোস্ট দেখুন: তাহলে এই বিষয়ে পরিপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন শুরু করা যাক।
এসএসসি শিক্ষার্থীদের দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪: আবেদন করার নিয়ম
প্রথমত আপনাকে বুঝতে হবে উপবৃত্তির আবেদনটি শুরু হয়েছে ৮ মে থেকে আর আবেদন চলবে ২৩ মে পর্যন্ত এই তারিখের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
আবেদন করার পর আরও একটা কার্যক্রম বাকি থাকে সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে বিভিন্ন কিছু যাচাই করে তারপর শিক্ষার্থীর একটা তালিকা ও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর পাঠাতে হবে।
সেটির তারিখ হচ্ছে ২৪ তারিখ থেকে ৩০ মে এর মধ্যে এর অর্থ হচ্ছে আগামী ৩০ মে পর্যন্ত আপনাদের উপভিত্তির এই পুরো কার্যক্রমটি চলমান থাকবে। এরপরে গিয়েই শিক্ষার্থী যাচাই বাছাই করে তারপর শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুতির কার্যক্রম শুরু করা হবে।
এখন প্রশ্ন হল যে তাহলে কত দিনের মধ্যে এই উপবৃত্তি ফলাফল প্রকাশ করবে? আমরা কত টাকা পেতে পারি এবং কখন টাকা পেতে পারি?
দেখুন আপনাদের উপবিত্তির কার্যক্রম যেহেতু ৩০ মে পর্যন্ত চলবে। সেহেতু আমরা যদি গত বছর বা বিগত বছর গুলোর পরিসংখ্যানটা বলি তাহলে এ বিষয়ে আমরা পরিপূর্ণ তথ্য জানতে পারবো। গত বছর বা বিগত বছরগুলোতে উপবৃত্তি আবেদনের প্রক্রিয়াটি শেষ করার ৬০ দিন পরে গিয়ে ফলাফল প্রকাশ করেছিল। মানে ২ মাস পরে গিয়ে সো এ বছরও সেরকম টাই হবে। তো ৩০ মে পুরো কার্যক্রমটি শেষ হচ্ছে। ৩০ মে থেকে আপনি হিসাব করুন সেক্ষেত্রে আগামী জুলাই এর একেবারে শেষের সপ্তাহ পর্যন্ত এই পুরো কার্যক্রমটি মানে উপভোগীর ফলাফল প্রস্তুতির কাজ সেটি চলবে এরপরে গিয়ে ফলাফল প্রকাশ করবে।
সেক্ষেত্রে জুলাই শেষের দিকে অথবা আগস্টের শুরুর দিকে আপনারা এই উপবৃত্তির ফলাফল পেয়ে যাবেন।আর ফলাফল যখন দেয়া হবে আপনি নিজেই বুঝতে পারবেন কারণ আপনি যে নগদ একাউন্টটা দিয়েছেন ওই নগদ নাম্বারে আপনার টাকাটা চলে আসবে।
এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া কত টাকা আসতে পারে?
তো প্রথম পর্যায়ে আপনাকে ৫০০০ টাকা দেওয়া হবে।গত বছর বা বিগত বছরগুলোতে দেয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা পাবেন। সো এজন্য আপনাকে আপাতত অপেক্ষা করতে হবে।
আবেদন যাদের ভুল হয়েছে তাদের একেবারেই ভেঙে পড়া যাবে না। যে ভুল হয়েছে আমি টাকা পাবো না এরকম কোন বিষয় নেই কলেজ কর্তৃপক্ষ স্যার সুপারিশ করবে কলেজ কর্তৃপক্ষ যাদের তালিকা গুলো পাঠাবে তারাই এই উপবৃত্তি প্রাপ্ত হবে।
সো এখন দেখা যাক অনেকেই হয়তো সুযোগ পেতে পারে তো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কত টাকা দেওয়া হবে এটা আসলে কখনোই রিভিল করে না।