Thursday, August 21, 2025
HomeCollege Migration - কলেজ মাইগ্রেশন কি? পছন্দের কলেজ চয়েস

College Migration – কলেজ মাইগ্রেশন কি? পছন্দের কলেজ চয়েস

College migration - কলেজ মাইগ্রেশন কি

College Migration – কলেজ মাইগ্রেশন কি? পছন্দের কলেজ চয়েস

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই মাইগ্রেশন কি এই জিনিসটা বুঝিনা। আবার হয়তো অনেকেই এই নামটি শোনেন নাই। আবার হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আপনি জানেন না দেব কলেজ মাইগ্রেশন কি? এটি কিভাবে কাজ করে? আমরা কিভাবে কলেজ মাইগ্রেশন করতে পারি? এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার মধ্যে রয়েছে? তাই আজকের পোস্টে আমি আপনাদেরকে মাইগ্রেশন সম্পর্কে এ টু জেড বুঝিয়ে দেব।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করি অনলাইনের মাধ্যমে। কিন্তু সেখানে নিজের পছন্দমত একটি কলেজে আবেদন করতে পারি না। অনলাইনে ভর্তির জন্য আবেদন করার জন্য আমাদেরকে মিনিমাম ৫ থেকে ১০ টি কলেজে আবেদন করতে হয়। কিন্তু সেখানে নিজের পছন্দ অপছন্দর কলেজ থেকে থাকে। তাই দেখা যায় যে অপছন্দ কলেজে চান্স পেয়ে যান। তাই নিজের পছন্দমত কলেজ নেওয়ার জন্য এবং এক বছর বাঁচিয়ে দেখে মাইগ্রেশন করা।

মাইগ্রেশন কি?

সহজে বোঝাই, মাইগ্রেশন হলো আপনি দশটি কলেজ চয়েস করে অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছেন। সেখানে আপনার পছন্দমত লিস্টে প্রথম কলেজ রেখেছেন কিন্তু সেই কলেজে আপনার চান্স না হয়ে দ্বিতীয় কলেজে চান্স পেয়েছেন। অথবা অন্য কোন নাম্বারও হতে পারে।

এখন আপনার পছন্দ হলো এক নাম্বার কলেজ কিন্তু আপনার চান্স এসেছে দ্বিতীয় নাম্বার কলেজ। তাই আপনি যদি এক নাম্বার কলেজে আবারও চান্স পেতে চান তাহলে আপনাকে মাইগ্রেশন করতে হবে। একমাত্র মাইগ্রেশন করেই আপনি আপনার পছন্দের কলেজের চান্স পেতে পারেন।

কলেজ মাইগ্রেশন কিভাবে কাজ করে

আপনি যখন আপনার পছন্দমত কলেজে চান্স না পেয়ে অন্য কলেজে চান্স পেয়েছেন। এবং ওই কলেজ থেকে মাইগ্রেশনের মাধ্যমে আপনার পছন্দের কলেজে ভর্তি হতে চান। তখন মাইগ্রেশন কলেজ ট্রান্সফার হিসাবে কাজ করে।

যখন আপনি আপনার চান্স পাওয়া কলেজ থেকে পছন্দ এর কলেজে মাইগ্রেশন করবেন ট্রান্সফার হওয়ার জন্য। আবারো অন্যদিকে ওই কলেজে যদি সিট ফাঁকা থাকে। অথবা আপনার মত অন্য কেউ মাইগ্রেশন করে চলে যায় অন্য কলেজে। তখন কিন্তু সিট ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগটাই মাইগ্রেশন আপনাকে দিবে ওই কলেজের চান্স।

কলেজ মাইগ্রেশন কখন করবেন

আপনি আপনার পছন্দের কলেজে চান্স না পেয়ে অন্য কলেজে চান্স পেয়েছেন। এখন আপনি ওই কলেজে ভর্তি হতে চাচ্ছেন না। আপনি আপনার পছন্দের কলেজে ভর্তি হতে চান তাহলেই আপনাকে মাইগ্রেশন করতে হবে। তবে মনে রাখবেন সব সময় মাইগ্রেশন কাজ করবে না। তখনই কাজ করবে যখন আপনি যে কলেজে মাইগ্রেশন হয়ে ট্রান্সফার হতে চাচ্ছেন সেই কলেজে যদি সিট ফাঁকা থাকে।

আমরা অনেকেই ভুল করে আমরা যে কলেজে চান্স পেয়েছি সেই কলেজে ভর্তির নিশ্চয়তা না করে। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করি তাতে দেখা যায় তখন যদি আমরা চান্স না পাই তাহলে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে।

তাই আপনি যদি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে ভর্তির নিশ্চয়তা করে। মাইগ্রেশন জন্য আবেদন করে রাখেন তখন যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনার পছন্দের কলেজে আপনি চান্স পেয়ে যেতে পারেন। আর যদি চান্স না পান তাহলে আপনার যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে ভর্তি হয়ে যাবেন এতে আপনার এক বছর নষ্ট হবে না।

মাইগ্রেশন এর জন্য আবেদন

কলেজে চান্স পাওয়ার রেজাল্ট দেওয়ার পরেই আপনি মাইগ্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাই বন্ধুরা আমি আপনাদের জন্য পরবর্তী পোস্টে কিভাবে মাইগ্রেশনের জন্য অনলাইনে আবেদন করবেন এ বিষয় নিয়ে বিস্তারিত দেখাবো।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ