আজকের সোনার দাম
আজ ১৫ নভেম্বর ২০২৫ রোজ শনিবার বাংলাদেশে আজকের স্বর্ণের দাম কত? জানুন আজকের পোস্ট থেকে, সর্বশেষ সোনার দাম পরিবর্তন করেছে ১৩ নভেম্বর বাজুস তই এখন দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১৩ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ৪ হাজার টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৮৫২ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৫১৭ টাকা।
আজকের স্বর্ণের দাম ২২ ক্যারেট
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ২,২২৬ টাকা |
| ৩ রতি সোনা | ৬,৬৭৮ টাকা |
| ১ আনা সোনা | ১৩,৩৫৭ টাকা |
| ৪ আনা সোনা | ৫৩,৪২৮ টাকা |
| ৮ আনা সোনা | ১,০৬,৮৫৬ টাকা |
| ১ ভরি সোনা | ২,১৩,৭১৫ টাকা |
| ২ ভরি সোনা | ৪,২৭,৪৩০ টাকা |
আজকের স্বর্ণের দাম ২১ ক্যারেট
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ২,১২৪ টাকা |
| ৩ রতি সোনা | ৬,৩৭২ টাকা |
| ১ আনা সোনা | ১২,৭৪৯ টাকা |
| ৪ আনা সোনা | ৫০,৯৯৬ টাকা |
| ৮ আনা সোনা | ১,০১,৯৯২ টাকা |
| ১ ভরি সোনা | ২,০৪,০০০ টাকা |
| ২ ভরি সোনা | ৪,০৮,০০০ টাকা |
আজকের স্বর্ণের দাম ১৮ ক্যারেট
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ১,৮২১ টাকা |
| ৩ রতি সোনা | ৫,৪৬৩ টাকা |
| ১ আনা সোনা | ১০,৯২৮ টাকা |
| ৪ আনা সোনা | ৪৩,৭১২ টাকা |
| ৮ আনা সোনা | ৮৭,৪২৪ টাকা |
| ১ ভরি সোনা | ১,৭৪,৮৫২ টাকা |
| ২ ভরি সোনা | ৩,৪৯,৭০৪ টাকা |
আজকের স্বর্ণের দাম সনাতন পদ্ধতির
| সনাতন পদ্ধতি সোনার দাম | |
| ১ রতি সোনা | ১,৫১৫ টাকা |
| ৩ রতি সোনা | ৪,৫৪৫ টাকা |
| ১ আনা সোনা | ৯,০৯৪ টাকা |
| ৪ আনা সোনা | ৩৬,৩৭৬ টাকা |
| ৮ আনা সোনা | ৭২,৭৫২ টাকা |
| ১ ভরি সোনা | ১,৪৫,৫১৭ টাকা |
| ২ ভরি সোনা | ২,৯১,০৩৪ টাকা |
প্রতিদিন সোনার দাম জানার জন্য আমাদের ফলো করে রাখুন এবং নিজের ওজন অনুযায়ী দাম বের করার জন্য নিচের বাটনে চাপ দিয়ে ক্যালকুলেট দেখুন।
আরো দেখুন: আজকের রুপার দাম
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৮,৩২৩ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৪৯০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৯৯১ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১২,৪৭৬ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং উপরে আপনাদের জন্য এক রতি এবং এক আনা ও ভরি সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,২২৬ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,১২৪ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৮২১ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৫১৫ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৩,৩৫৭ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,৭৪৯ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৯২৮ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৯,০৯৪ টাকা।
বন্ধু এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে ৫% ভ্যাট ও ৬% মজুরি দিতে হবে। তাহলে আপনার ক্রয় করা সোনা পাকা হবে। আর কাচাঁ স্বর্ণ হল শুধু সোনার বার কেনা, কোন গহনা বা কোন জিনিস না বানানো।

