আজ ১০ নভেম্বর (বাজুস) নতুন দাম নির্ধারন করেছেন সেখানে দেখা যাচ্ছে আগের দিনের সোনার দামের থেকে ভরিতে ১,৭৬২ টাকা থেকে ২,৫০৭ টাকা বেড়েছে। সোনা দাম গেছে দিন কিছুটা কম ছিল ২২ ক্যারেট সোনার ১ ভরি ২,০১,৭৭২ টাকা আর এখন ২২ ক্যারেটে দাম বেড়েছে ২,৫০৭ টাকা এবং বর্তমান দাম দাড়িয়েছে ২২ ক্যারেটের ১ ভরি ২,০৪,২৮৩ টাকা।
২১ ক্যারেট সোনার ১ ভরির দাম আগে ছিল ১,৯২,৫৯২ টাকা আর এখন দাম ২,৪০৩ টাকা বেড়ে দাড়িয়েছে ১,৯৪,৯৯৯ টাকা। ১৮ ক্যারেট সোনার আগের দাম ছিল ১ ভরিতে ১,৬৫,০৭৮ টাকা সেখানে দাম বাড়লো ২,০৬৪ টাকা আর এখন দাম হচ্ছে ১,৬৭,১৪৫ টাকা। আর সনাতন পদ্ধতিতেও দাম বাড়লো প্রতি ভরিতে ১,৭৬২ টাকা যেখানে আগে দাম ছিল ১,৩৭,১২৭ টাকা আর এখন দাম হলো ১,৩৮,৯৪২ টাকা।
বন্ধুরা এখন বাংলাদেশের বাজারে ১১ নভেম্বর থেকে এই নতুন দামে স্বর্ণ ক্রয় করতে পারবেন। সোনার দাম শুধু আমাদের বাংলাদেশের বাজারে বাড়ছে তা নয় বিশ্ব বাজারেও সোনার দাম বেড়েছে তা আমরা লক্ষ করেছি।
বর্তমান বিশ্বের অবস্থা তেমন ভালো নয় যার কারনে সোনার দামের বাজার বেশ অস্থিরতায় ভুগছে। তবে ধারনা যাচ্ছে সোনার দাম তেমন কমার চান্স নাই আগামিতেওে দাম বাড়তে পারে বলে আশা করা যায়।

