Thursday, November 6, 2025
Homeসোনার দাম আবার বাড়লো ভরিতে ১৬৮০ টাকা, নতুন দাম কত জানুন

সোনার দাম আবার বাড়লো ভরিতে ১৬৮০ টাকা, নতুন দাম কত জানুন

আজ ১ নভেম্বর (বাজুস) নতুন দাম নির্ধারন করেছেন সেখানে দেখা যাচ্ছে আগের দিনের সোনার দামের থেকে ভরিতে ১১০০ টাকা থেকে ১৬০০ টাকা বেড়েছে। সোনা দাম গেছে ২দিন আগে কিছুটা কমে দাম দাড়িয়েছিল ২২ ক্যারেট সোনার ১ ভরি ২,০০,০৯২ টাকা আর এখন ২২ ক্যারেটে দাম বেড়েছে ১,৬৮০ টাকা এবং বর্তমান দাম দাড়িয়েছে ২২ ক্যারেটের ১ ভরি ২,০১,৭৭২ টাকা।

২১ ক্যারেট সোনার ১ ভরির দাম আগে ছিল ১,৯০,৯৯৪ টাকা আর এখন দাম ১,৫৯৮ টাকা বেড়ে দাড়িয়েছে ১,৯২,৫৯২ টাকা। ১৮ ক্যারেট সোনার আগের দাম ছিল ১ ভরিতে ১,৬৩,৭১৩ টাকা সেখানে দাম বাড়লো ১,৩৬৫ টাকা আর এখন দাম হচ্ছে ১,৬৫,০৭৮ টাকা। আর সনাতন পদ্ধতিতেও দাম বাড়লো প্রতি ভরিতে ১,১১৬ টাকা যেখানে আগে দাম ছিল ১,৩৬,০১১ টাকা আর এখন দাম হলো ১,৩৭,১২৭ টাকা।

বন্ধুরা এখন বাংলাদেশের বাজারে ২ নভেম্বর থেকে এই নতুন দামে স্বর্ণ ক্রয় করতে পারবেন। সোনার দাম শুধু আমাদের বাংলাদেশের বাজারে বাড়ছে তা নয় বিশ্ব বাজারেও সোনার দাম বেড়েছে তা আমরা লক্ষ করেছি।

বর্তমান বিশ্বের অবস্থা তেমন ভালো নয় যার কারনে সোনার দামের বাজার বেশ অস্থিরতায় ভুগছে। তবে ধারনা যাচ্ছে সোনার দাম তেমন কমার চান্স নাই আগামিতেওে দাম বাড়তে পারে বলে আশা করা যায়।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ