Google ৬টি আশ্চর্যজনক ফিচারস যা আপনি জানেন না
গুগলের এমনই কিছু আশ্চর্যজনক ফিচারস আছে যেগুলা জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য। আজকের এই পোস্টে মূলত সেইসব আশ্চর্যজনক ট্রিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বরাবরের মতোই আপনাদের সাথে আছি, আমি শান্ত।
নাম্বার ওয়ান: আপনি গুগলে গিয়ে লিখেন ” KATAMARI ” লিখে সার্চ করেন।
এবারে বলের মত একটা আইকন চলে আসবে জাস্ট এই বলের আইকনটি স্ক্রিনে চলে আসবে এবারে সেটিকে আপনি আপনার ফিঙ্গার দিয়ে ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন বিষয়টা ইন্টারেস্টিং।
নাম্বার টু: আপনি গুগলে গিয়ে লিখবেন “RRR” লিখে আপনি সার্চ করবেন।
এবারে আপনার সামনে চলে আসবে এরকম একটা অপশন। যেখানে আপনি দেখতে পারবেন একটি বাইক এবং পাশে একটি গোড়া দৌড়াচ্ছে। মূলত ত্রিপল আর যে মুভিটি রয়েছে আপনারা যেটি দেখেছেন খুব সুপারহিট মুভি। এই মুভিটিকে বোঝানো হচ্ছে আর এই মুভিটি অনুসারী কিন্তু এই জিনিসটা গুগলে প্রদর্শন করে। এই জিনিসটা দেখে পার্সোনালি আমি নিজে বেশ অবাক হয়েছি। আসলে আপনার কি অনুভূতি সেটা আপনি কমেন্ট করে জানান।
নাম্বার থ্রি: আপনি গুগলে গিয়ে সার্চ করেন ” DROP BEAR ” লিখে
এবারের সাইডে থাকা এই আইকনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইখানে স্কিনে একটি ভাল্লুক রয়েছে যেটা পড়ে যাচ্ছে। কি ইন্টারেস্টিং না বিষয়টা?
নাম্বার ফোর: আপনি গুগলে গিয়ে লিখেন “ ISAAC NEWTON “
এবারে আপনি কতগুলো আপেল গাছ দেখতে পারবেন আর এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে স্ক্রিনে কিছু আপেল পড়ে থাকতে দেখবেন। এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ ফানি লেগেছে
নাম্বার ফাইব: গুগলে গিয়ে আপনি হিপিজেপি যা ইচ্ছা টাইপ করে ফেলেন
টাইপ করে আবার সার্চ করেন। এখন স্ক্রিনে একটি ফিশারমেন্ট কি আপনি দেখতে পারবেন। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখবেন যে বড়শি দিয়ে মাছ উঠছে আবার কখনো কখনো ময়লা উঠছে। তার মানে হচ্ছে আপনি যে সঠিক ভাবে টাইপ করেননি কিন্তু এখানে প্রমাণ হচ্ছে। যে এখানে আসলে তারা আসলে সার্চ করে আপনাকে ময়লা তুলে দিচ্ছে কি বিষয়টা অদ্ভুত লাগেনি। আমার কাছেও কিন্তু বেশ ফানি লেগেছে।
নাম্বার সিক্স: আপনি গুগলে গিয়ে লিখেন ” Google gravity “
তাহলে দেখতে পারবেন গুগলের সকল ফ্রন্টগুলা কিন্তু পড়ে যাচ্ছে। যা দেখে আপনি মনে করতে পারেন যে সারা পৃথিবীর গেমটি এর মধ্যে চলে এসেছে। সো ফানি একটা জিনিস আমার কাছে কিন্তু এই জিনিসগুলো বেশ ভাল লেগেছে।
আসলে গুগলে এরকম কোন কিছু সার্চ করলে এরকম আশ্চর্য কিছু জিনিস আছে সেটা কিন্তু আমি আসলে কখনো ভাবতেই পারিনি। আমার কাছে বেশ লেগেছে যখন প্রথমবার এই জিনিসগুলো আমি সার্চ করে খুঁজে পেয়েছি।