আজকের সোনার দাম
আজ ৯ অক্টোবর ২০২৫ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ০৯ হাজার ০৮৮ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯৯ হাজার ৫৮৪ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ০৭২ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ২৮৮ টাকা।
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৯২৭ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,১১২ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৬৬৮ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১২,২০০ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১৭৮ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০৭৯ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭৮২ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪৮২ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৩,০৬৮ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,৪৭৪ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৬৯২ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,৮৯৩ টাকা।
২২ ক্যারেট স্বর্ণের দাম
২২ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ২,১৭৮ টাকা |
১ আনা | ১৩,০৬৮ টাকা |
১ গ্রাম | ১৭,৯২৭ টাকা |
১ ভরি | ২,০৯,০৮৮ টাকা |
২১ ক্যারেট স্বর্ণের দাম
২১ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ২,০৭৯ টাকা |
১ আনা | ১২,৪৭৪ টাকা |
১ গ্রাম | ১৭,১১২ টাকা |
১ ভরি | ১,৯৯,৫৮৪ টাকা |
১৮ ক্যারেট স্বর্ণের দাম
১৮ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৭৮২ টাকা |
১ আনা | ১০,৬৯২ টাকা |
১ গ্রাম | ১৪,৬৬৮ টাকা |
১ ভরি | ১,৭১,০৭২ টাকা |
সনাতন পদ্বতি স্বর্ণের দাম
সনাতন পদ্বতি সোনার দাম | |
১ রতি | ১,৪৮২ টাকা |
১ আনা | ৮,৮৯৩ টাকা |
১ গ্রাম | ১২,২০০ টাকা |
১ ভরি | ১,৪২,২৪৪ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।