আজকের সোনার দাম
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বাংলাদেশে নবম ধাপে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯৪ হাজার ৮৪৮ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৮৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪০৮ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৪৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৭০৬ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৯৪৭ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৩,৬৬৮ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১১,৩৪৭ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,০২৯ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৯৩৭ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৬৬০ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৩৭৮ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,১৭৮ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,৬২৫ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,৯৬৩ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,২৭২ টাকা।
২২ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ২,০২৯ টাকা |
১ আনা | ১২,১৭৮ টাকা |
১ গ্রাম | ১৬,৭০৬ টাকা |
১ ভরি | ১,৯৪,৮৪৮ টাকা |
২১ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৯৩৭ টাকা |
১ আনা | ১১,৬২৫ টাকা |
১ গ্রাম | ১৫,৯৪৭ টাকা |
১ ভরি | ১,৮৬,৬০০ টাকা |
১৮ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৬৬০ টাকা |
১ আনা | ৯,৯৬৩ টাকা |
১ গ্রাম | ১৩,৬৬৮ টাকা |
১ ভরি | ১,৫৯,৪০৮ টাকা |
সনাতন পদ্বতি সোনার দাম | |
১ রতি | ১,৩৭৮ টাকা |
১ আনা | ৮,২৭২ টাকা |
১ গ্রাম | ১১,৩৪৭ টাকা |
১ ভরি | ১,৩২,৩৪৯ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।