Friday, October 3, 2025
Homeআজকের সোনার দাম - ২৭ সেপ্টেম্বর ২০২৫

আজকের সোনার দাম – ২৭ সেপ্টেম্বর ২০২৫

আজকের সোনার দাম

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বাংলাদেশে নবম ধাপে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯৪ হাজার ৮৪৮ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৮৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪০৮ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৪৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৭০৬ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৯৪৭ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৩,৬৬৮ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১১,৩৪৭ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,০২৯ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৯৩৭ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৬৬০ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৩৭৮ টাকা।

এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,১৭৮ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,৬২৫ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,৯৬৩ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,২৭২ টাকা।

২২ ক্যারেট সোনার দাম
১ রতি২,০২৯ টাকা
১ আনা১২,১৭৮ টাকা
১ গ্রাম১৬,৭০৬ টাকা
১ ভরি১,৯৪,৮৪৮ টাকা
২১ ক্যারেট সোনার দাম
১ রতি১,৯৩৭ টাকা
১ আনা১১,৬২৫ টাকা
১ গ্রাম১৫,৯৪৭ টাকা
১ ভরি১,৮৬,৬০০ টাকা
১৮ ক্যারেট সোনার দাম
১ রতি১,৬৬০ টাকা
১ আনা৯,৯৬৩ টাকা
১ গ্রাম১৩,৬৬৮ টাকা
১ ভরি১,৫৯,৪০৮ টাকা
সনাতন পদ্বতি সোনার দাম
১ রতি১,৩৭৮ টাকা
১ আনা৮,২৭২ টাকা
১ গ্রাম১১,৩৪৭ টাকা
১ ভরি১,৩২,৩৪৯ টাকা

আরো দেখুন: আজকের রুপার দাম

এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ