আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বাংলাদেশে ষষ্ঠ ধাপে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৭৪ হাজার ৪৯৬ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৫৫২ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৯৩৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৬৭৩ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৯৬১ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১২,৮২৩ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১০,৬২৬ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ১,৯০৪ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৮১৭ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৫৫৭ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,২৯১ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১১,৪২৫ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৯০৬ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,৩৪৭ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৭,৭৪৬ টাকা।
২২ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৯০৪ টাকা |
১ আনা | ১১,৪২৫ টাকা |
১ গ্রাম | ১৫,৬৭৩ টাকা |
১ ভরি | ১,৮২,৮০০ টাকা |
২১ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৮১৭ টাকা |
১ আনা | ১০,৯০৬ টাকা |
১ গ্রাম | ১৪,৯৬১ টাকা |
১ ভরি | ১,৭৪,৪৯৬ টাকা |
১৮ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৫৫৭ টাকা |
১ আনা | ৯,৩৪৭ টাকা |
১ গ্রাম | ১২,৮২৩ টাকা |
১ ভরি | ১,৪৯,৫৫২ টাকা |
সনাতন পদ্বতি সোনার দাম | |
১ রতি | ১,২৯১ টাকা |
১ আনা | ৭,৭৪৬ টাকা |
১ গ্রাম | ১০,৬২৬ টাকা |
১ ভরি | ১,২৩,৯৩৯ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।