আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বাংলাদেশে চতুর্থ ধাপে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৭৮ হাজার ৮৩২ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৭০ হাজার ৬৮৮ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩০৪ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার ১৬৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৩৩২ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৬৩৫ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১২৫৪৪ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১০,৩৮৮ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ১,৮৬২ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭৭৮ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৫২৪ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,২৬২ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১১,১৭৭ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৬৬৮ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,১৪৪ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৭,৫৭২ টাকা।
২২ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৮৬২ টাকা |
১ আনা | ১১,১৭৭ টাকা |
১ গ্রাম | ১৫,৩৩২ টাকা |
১ ভরি | ১,৭৮,৮৩২ টাকা |
২১ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৭৭৮ টাকা |
১ আনা | ১০,৬৬৮ টাকা |
১ গ্রাম | ১৪,৬৩৫ টাকা |
১ ভরি | ১,৭০,৬৮৮ টাকা |
১৮ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৫২৪ টাকা |
১ আনা | ৯,১৪৪ টাকা |
১ গ্রাম | ১২,৫৪৪ টাকা |
১ ভরি | ১,৪৬,৩০৪ টাকা |
সনাতন পদ্বতি সোনার দাম | |
১ রতি | ১,২৬২ টাকা |
১ আনা | ৭,৫৭২ টাকা |
১ গ্রাম | ১০,৩৮৮ টাকা |
১ ভরি | ১,২১,১৬৩ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।