যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে সরাসরি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে
আজ ৮ই এপ্রিল ২০২৪ সালে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি হবে তা বিগত কয়েক দশক বছরের মধ্যে হয়নি। তাই আজ বিশ্ব পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সাক্ষী হতে যাচ্ছে। কারণ এই সূর্যগ্রহণে দিনের বেলায় রাতের মত দেখাবে। পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ কয়েক মুহূর্ত জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী।
সূর্যগ্রহণ কোন দেশ থেকে সরাসরি দেখতে পারবেন
এই সূর্যগ্রহণটি সোমবার মহাজাগতিক দৃশ্য সরাসরি দেখা যাবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই তিন দেশের প্রথম দেখতে পারবে মেক্সিকো থেকে। মেক্সিকোর স্থানীয় সময় ১১ টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ। এরপর পৃথিবী থেকে চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে যুক্তরাষ্ট্রের সময় দুপুর ১টা ২৭ মিনিটে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান ভাবে দেখা যাবে।
আংশিক সহ্যগ্রহণ দেখা যাবে যে দেশগুলোয়
এই তিন দেশ ছাড়াও আরো কিছু দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যেমন ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, স্পেন, যুক্তরাজ্য, ভেনেজুয়েলা, আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল দেশের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি
সূর্য পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসপড়লে পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে যায়। আর সেই ছায়ার অন্ধকারে দিন দিন হয়ে যায় রাতের মতো আর এই মহাজাগতিক ঘটনাকে বলে পুণ্যগ্রাস সূর্যগ্রহণ।
যে সকল অঞ্চল গুলো থেকে দেখা যাবে পুণ্যগ্রাস সূর্যগ্রহণ সেই সকল অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যাচ্ছে। সরাসরি চোখের সামনে এই মহাজাগত সূর্যগ্রহণ দেখার জন্য। ইতিমধ্য অনেক পর্যটক পৌঁছে গিয়েছে যেখান থেকে সরাসরি পুণ্যগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এতে সকল সরকার সতর্ক বার্তা দিয়েছে যে যারা সূর্য গ্রহণ দেখার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছাছেন। তাতে অনেক বিপদ ঘটতে পারে তাই সকলকে সতর্কতা বার্তা জানিয়েছে।
এছাড়াও সকল সংবাদে এবং সোশ্যাল মিডিয়াতে সবাইকে সতর্ক করা হয়েছে। যে কেউ খালি চোখে সহ্যগ্রহণটি দেখবেন না। যদি আপনি সহ্য করুন টি দেখতে চান তাহলে পাত্রে জলের মধ্য অথবা সানগ্লাস অথবা যেকোনো ডিভাইসের মাধ্যমে দেখতে পারেন।
কেন খালি চোখে সূর্য গ্রহণ দেখা যায় না
যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে তখন সূর্যের অতি বেগুনি রাশি চোখের রেটিনার কোষ ধ্বংস করে দিতে পারে। যার ফলে চোখের কোর্নিয়া পুড়ে যেতে পারে কিন্তু আপনি সেই সময় কিছুই টের পাবেন না। আপনি কিছু সময় পাওয়ার অথবা কিছুদিন পরে এই সমস্যাটি দেখতে পারেন। এছাড়া সাধারণ যখন সূর্যগ্রহণ হয় তখন সূর্যকে যখন রাহু গ্রাস করে তখন একদিক থেকে খায় এবং আরেক দিক থেকে ছেড়ে দেয়। এদিকে যদি মানুষ তাকায় তাহলে তেমন একটা সমস্যায় পরেনা। কিন্তু আজ যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ টি হবে তা একটি ভয়ংকর সূর্যগ্রহণ। এখানে যেকোনো সময় সূর্যের রাশি চোখে পড়ে চোখ পুড়ে যেতে পারে। তাই সবাইকে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে মানা করা হয়।
সূর্যগ্রহণ আজ, সঙ্গে দেখা যাবে জ্বলন্ত গ্রহ!
আজকে যে সূর্যগ্রহণটি হবে তা একটি বিরল ঘটনা হয়ে সাক্ষী থাকবে সারা পৃথিবীর মানুষ। এই সূর্যগ্রহণটির মধ্য দেখা যাবে জ্বলন্ত কিছু গ্রহ। যেগুলো দেখা বড়ই মুশকিল। কিন্তু এটি সরাসরি সূর্যগ্রহণের সময় দেখা যাবে। তাইতো এই সহ্যগ্রহণ টিকে দেখার জন্য জ্যোতিবিজ্ঞানীরা অধীর আগ্রহে বসে আছে। তারা এই সূর্যগ্রহণ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়া পৃথিবী কে একটি শিক্ষাদান করতে পারবে।
সোমবার কখন দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
যেহেতু এই সূর্যগ্রহণটি মাত্র তিনটি দেশ থেকে সরাসরি দেখা যাবে। যেখানে তারা আমাদের বাংলাদেশ থেকে পৃথিবীর উল্টো পৃষ্ঠায় বসবাস করতেছে। যুক্তরাষ্ট্রের সময় দুপুর ১টা ২৭ মিনিটে আর আমাদের বাংলাদেশে সেই সময় হল রাত ১১ টা ২৭ মিনিট। যদিও আমাদের বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না। তবুও আমাদের সূর্য গ্রহণের নিয়ম নীতি পালন করতে হবে।
গর্ভধারণ মায়েদের সতর্কতা:
যে ব্যক্তি গর্ভধারণ করেছেন বর্তমানে তাদেরকে কিছু নিয়ম নীতি পালন করতে হবে। এটি একটি মহাজাগৈত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেহেতু আপনাকে অবশ্যই এই নিয়ম নীতিগুলো পালন করতে হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সময়কালীন কোন খাবার খাওয়া যাবেনা, ঘুমানো যাবে না, ঘরের বাইরে যাওয়া যাবেনা, কোন কাজ করা যাবে না, কারো সাথে খারাপ আচরণ করা যাবে না। এক কথায় বলতে গেলে আপনি যদি চুপচাপ হয়ে বসে থাকেন ঘরের মধ্য। তাহলেই আপনার অন্য কিছু নিয়ম নীতি দেখার দরকার নেই।
এই ধরনের সকল তথ্য পেতে এখনই আমাদের গুগল নিউজ ফলো করুন।