
ঈদ মোবারক পোস্টার ডিজাইন নিজের ছবি দিয়ে মোবাইলের মাধ্যমে ২০২৫
আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ঈদ মোবারক শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন নিজের ছবি দিয়ে। একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি নিজের ছবি দিয়ে এদের পোস্টার ডিজাইন করে নিতে পারবেন মাত্র ১ মিনিটে। তাহলে চলুন শিখাই আপনাকে কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে রেডিমেড পোস্টারে নিজের ছবি ব্যবহার করে একটি প্রফেশনাল ঈদ মোবারক শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন!
আচ্ছা নিজের ছবি দিয়ে যদি আপনি একটি পোস্টার ডিজাইন করতে চান এই apps এর মাধ্যমে তাহলে প্রথমে আপনার নিজের ছবিটি বা যার ছবি দিয়ে পোস্টার ডিজাইন করবেন সেই ছবিটি আগে সাজিয়ে নিতে হবে যেমন সেই ছবিটির প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং পিছনে একটি অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে।
নিজের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্লে স্টোর থেকে আরো একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে “Photoroom” লিখে সার্চ করুন এবং যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটি ইন্সটল করুন।

তারপর আপনি অ্যাপসটি ওপেন করলে সেখানে কিছু পারমিশন এল চাইবে সেগুলো এলাও করে দিবেন। এরপর আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটি দিয়ে ঈদের পোস্টার ডিজাইন করবেন সেই ছবিটি এখানে আগে আপলোড করে দিন। আপলোড করলে অটোমেটিক এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।

এরপর “White” বা যেকোন ফ্রেম এড করে নিতে পারেন। আমি পেছনের কালার সাদা রাখব সেজন্য ওইটায়ে ক্লিক করছি। আর আপনি যদি অন্য কোন কালার ব্যাকগ্রাউন্ডে নিতে চান তাহলে আপনি এডিট অপশন থেকে “ব্যাকগ্রাউন্ডে” ক্লিক করবেন। তারপর আপনার যে কালার পছন্দ হবে সেই কালারটি সিলেক্ট করে দিবেন।
আপনার ছবিটি এডিটিং হয়ে গেলে আপনি উপরে দেখুন “Share” অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

নিজের ছবি দিয়ে ঈদের পোস্টার ডিজাইন
প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “ঈদ মোবারক পোস্টার – Eid Poster” লিখে অথবা উপরের লিংকে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিন। অ্যাপসটি ইন্সটল করার পর মোবাইল ফোন থেকে ওপেন করুন।

- অ্যাপটি ওপেন করলে প্রথমে একটি অ্যাড শো করবে সেটির উপরে দেখবেন কন্টিনিউ লেখা সেখানে ক্লিক করে এডটি কেটে দিবেন। এবং এই অ্যাপসে প্রবেশ করার জন্য কিছু এলাউ চাইবে সেগুলো এলাও বাটনে ক্লিক করে অ্যালাও করে দিবেন।
- তারপর আপনার কাছে হোম পেজ আসবে এবং হোমপেজে কয়েকটি অপশন থাকবে। সেখান থেকে আপনি ” Eid ul Fitr Poster ” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী পেজে আসুন।
- এই পেজ থেকে আপনি কোন সাইজের পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন সেই সাইজের পর ক্লিক করুন।
- এবার আপনার কাছে অনেকগুলো পোস্টার ডিজাইন করার ফ্রেম চলে আসবে। এখান থেকে আপে আপনার পছন্দের ফ্রেমটির পর ক্লিক করুন। তাহলে আপনার কাছে ফ্রেম এডিটিং করার অপশন চলে আসবে।

তারপর ফ্রেম এডিটিং অপশনে ‘ Add Image ‘ বাটনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটি ফটোরুম দিয়ে সাজিয়েছেন সেই ছবিটি আপলোড করুন। এবং আপনি আপনার সাইজ মত ছবিটি আবারও ” Crop ” করে কেটে নিন।

আপনার ছবিটি এলোমেলো থাকবে সেই ছবিটির টেনে সঠিক খালি স্থানে আনুন এবং দুই আঙ্গুল ব্যবহার করে ছবিটি ছোট বা বড় করে সাইজ মতো করে নিন। এবং আপনার ছবিটি ঠিক পজিশনে আসলে আপনি উপরে দেখুন ডাউনলোড বাটন সেখানে ক্লিক করুন।

তাহলে আপনার ছবিটি সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি এই ছবিটি আপনার সোশ্যাল মিডিয়া সহ যেকোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এটি আপনি প্রিন্টিং করেও ব্যবহার করতে পারবেন। ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ তাই এই ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধুদের কাছে শেয়ার করুন ঈদ মোবারক পোস্টার।
আশা করি আপনি একটি পোস্টার ডিজাইন করতে পারছেন নিজের ছবি দিয়ে তাও আপনার মোবাইল ফোন দিয়ে। তাই আপনি নিজেও পোস্টার বানানো শিখুন এবং অন্যকেও শেখানোর জন্য আমাদের এই পোস্টটি তার কাছে শেয়ার করে দিন। যাতে আপনার মাধ্যমে তারাও একটি পোস্টার ডিজাইন করতে পারে এবং ঈদ মোবারক এর শুভেচ্ছা পিকচার ভাগাভাগি করে শেয়ার করতে পারেন।
আনন্দ শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদ পরিবার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন খুশির মুহূর্তগুলো।