আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বাংলাদেশে পঞ্চম ধাপে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৮১ হাজার ৫৫০ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৭৩ হাজার ৩০৪ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৫৪১ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৬ হাজার ০৬৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৫৬৫ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৮৭৮ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১২,৭৩৪ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১০,৮০৮ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ১,৮৯২ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৮০৫ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৫৪৭ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৩১৩ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১১,৩৪৬ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৮৩১ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,২৮৩ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৭,৮৭৯ টাকা।
২২ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৮৯২ টাকা |
১ আনা | ১১,৩৪৬ টাকা |
১ গ্রাম | ১৫,৫৬৫ টাকা |
১ ভরি | ১,৮১,৫৫০ টাকা |
২১ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৮০৫ টাকা |
১ আনা | ১০,৮৩১ টাকা |
১ গ্রাম | ১৪,৮৭৮ টাকা |
১ ভরি | ১,৭৩,৩০৪ টাকা |
১৮ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৫৪৭ টাকা |
১ আনা | ৯,২৮৩ টাকা |
১ গ্রাম | ১২,৭৩৪ টাকা |
১ ভরি | ১,৪৮,৫৪১ টাকা |
সনাতন পদ্বতি সোনার দাম | |
১ রতি | ১,৩১৩ টাকা |
১ আনা | ৭,৮৭৯ টাকা |
১ গ্রাম | ১০,৮০৮ টাকা |
১ ভরি | ১,২৬,০৬৭ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।