Wednesday, January 7, 2026
Homeআজকের সোনার দাম – ৬ জানুয়ারি ২০২৬

আজকের সোনার দাম – ৬ জানুয়ারি ২০২৬

আজকের সোনার দাম

আজ ৬ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে ভরিতে ২,৭০০ টাকা পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ২৭ হাজার ৮৪০ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১৭ হাজার ৫১৮ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৪৩৪ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৪০৮ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের দাম

২২ ক্যারেট সোনার দাম
১ রতি২,৩৭৩ টাকা
১ আনা১৪,২৪০ টাকা
১ গ্রাম১৯,৫৩৫ টাকা
১ ভরি২,২৭,৮৪০ টাকা

২১ ক্যারেট স্বর্ণের দাম

২১ ক্যারেট সোনার দাম
১ রতি২,২৬৫ টাকা
১ আনা১৩,৫৯৪ টাকা
১ গ্রাম১৮,৬৫০ টাকা
১ ভরি২,১৭,৫১৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের দাম

১৮ ক্যারেট সোনার দাম
১ রতি১,৯৪২ টাকা
১ আনা১১,৬৫২ টাকা
১ গ্রাম১৫,৯৮৫ টাকা
১ ভরি১,৮৬,৪৩৪ টাকা

সনাতন পদ্বতি স্বর্ণের দাম

সনাতন পদ্বতি সোনার দাম
১ রতি১,৬১৮ টাকা
১ আনা৯,৭১৩ টাকা
১ গ্রাম১৩,৩২৫ টাকা
১ ভরি১,৫৫,৪০৮ টাকা

সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৯,৫৩৫ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৮,৬৫০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৯৮৫ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১৩,৩২৫ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,৩৭৩ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,২৬৫ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৯৪২ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৬১৮ টাকা।

২২ ক্যারেট সোনার দামের ক্যালকুলেটর

এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৪,২৪০ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১৩,৫৯৪ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,৬৫২ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৯,৭১৩ টাকা।

আরো দেখুন: আজকের রুপার দাম

এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ