আজকের সোনার দাম
আজ ৩ নভেম্বর ২০২৫ রোজ সোমবার বাংলাদেশে স্বর্ণের দাম ০১ তারিখ বেড়েছে ভরিতে ১,৬৮০ টাকা। তই এখন দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯২ হাজার ৫৯৩ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৮ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৭৮ টাকা।
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,২৯৯ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৫১২ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,১৫৩ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১১,৭৬১ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১০১ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০০৬ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭১৯ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪২৮ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,৬১০ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,০৩৭ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৩১৭ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,৫৭৩ টাকা।
২২ ক্যারেট স্বর্ণের দাম
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,১০১ টাকা |
| ১ আনা | ১২,৬১০ টাকা |
| ১ গ্রাম | ১৭,২৯৯ টাকা |
| ১ ভরি | ২,০১,৭৭২ টাকা |
২১ ক্যারেট স্বর্ণের দাম
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,০০৬ টাকা |
| ১ আনা | ১২,০৩৭ টাকা |
| ১ গ্রাম | ১৬,৫১২ টাকা |
| ১ ভরি | ১,৯২,৫৯৩ টাকা |
১৮ ক্যারেট স্বর্ণের দাম
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ১,৭১৯ টাকা |
| ১ আনা | ১০,৩১৭ টাকা |
| ১ গ্রাম | ১৪,১৫৩ টাকা |
| ১ ভরি | ১,৬৫,০৭৮ টাকা |
সনাতন পদ্বতি স্বর্ণের দাম
| সনাতন পদ্বতি সোনার দাম | |
| ১ রতি | ১,৪২৮ টাকা |
| ১ আনা | ৮,৫৭৩ টাকা |
| ১ গ্রাম | ১১,৭৬১ টাকা |
| ১ ভরি | ১,৩৭,১৭৮ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
বন্ধু এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

