Thursday, January 1, 2026
Homeআজকের সোনার দাম – ৩০ নভেম্বর ২০২৫

আজকের সোনার দাম – ৩০ নভেম্বর ২০২৫

আজকের সোনার দাম

আজ ৩০ নভেম্বর ২০২৫ রোজ রবিবার বাংলাদেশে আজকের স্বর্ণের দাম কত? জানুন আজকের পোস্ট থেকে, সর্বশেষ সোনার দাম পরিবর্তন করেছে ১৮ নভেম্বর বাজুস তই এখন দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১০ হাজার ৫৬৬ টাকা বিস্তারিত নিচে..

আজকের স্বর্ণের দাম ২২ ক্যারেট

২২ ক্যারেট সোনার দাম
১ রতি সোনা২,১৯৩ টাকা
১ আনা সোনা১৩,১৬০ টাকা
১ ভরি সোনা২,১০,৫৬৬ টাকা
১ গ্রাম সোনা১৮,০৫৩ টাকা

আজকের স্বর্ণের দাম ২১ ক্যারেট

২১ ক্যারেট সোনার দাম
১ রতি সোনা২,০৯৩ টাকা
১ আনা সোনা১২,৫৬২ টাকা
১ ভরি সোনা২,০১,০০২ টাকা
১ গ্রাম সোনা১৭,২৩৩ টাকা

আজকের স্বর্ণের দাম ১৮ ক্যারেট

১৮ ক্যারেট সোনার দাম
১ রতি সোনা১,৭৯৪ টাকা
১ আনা সোনা১০,৭৬৭ টাকা
১ ভরি সোনা১,৭২,২৮৬ টাকা
১ গ্রাম সোনা১৪,৭৭১ টাকা

আজকের স্বর্ণের দাম সনাতন পদ্ধতির

সনাতন পদ্ধতি সোনার দাম
১ রতি সোনা১,৪৯২ টাকা
১ আনা সোনা৮,৯৫৭ টাকা
১ ভরি সোনা১,৪৩,৩২৪ টাকা
১ গ্রাম সোনা১২,২৮৮ টাকা

প্রতিদিন সোনার দাম জানার জন্য আমাদের ফলো করে রাখুন এবং নিজের ওজন অনুযায়ী দাম বের করার জন্য নিচের বাটনে চাপ দিয়ে ক্যালকুলেট দেখুন।

২২ ক্যারেট সোনার দামের ক্যালকুলেটর

আরো দেখুন: আজকের রুপার দাম

সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৮,০৫৩ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,২৩৩ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৭৭১ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১২,২৮৮ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং উপরে আপনাদের জন্য এক রতি এবং এক আনা ও ভরি সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১৯৩ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০৯৩ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭৯৪ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪৯২ টাকা।

বন্ধু এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে ৫% ভ্যাট ও ৬% মজুরি দিতে হবে। তাহলে আপনার ক্রয় করা সোনা পাকা হবে। আর কাচাঁ স্বর্ণ হল শুধু সোনার বার কেনা, কোন গহনা বা কোন জিনিস না বানানো।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ