আজকের সোনার দাম
আজ ৩০ অক্টোবর ২০২৫ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে ভরিতে ৮,৯০০ টাকা পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ২ হাজার ৭০৫ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯৩ হাজার ৫০২ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৮৫৯ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৮৪২ টাকা।
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৩৭৯ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৫৯০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,২২০ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১১,৮১৮ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১১১ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০১৫ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭২৭ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪৩৫ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,৬৬৯ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,০৯৩ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৩৬৬ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,৬১৫ টাকা।
২২ ক্যারেট স্বর্ণের দাম
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,১১১ টাকা | 
| ১ আনা | ১২,৬৬৯ টাকা | 
| ১ গ্রাম | ১৭,৩৭৯ টাকা | 
| ১ ভরি | ২,০২,৭০৫ টাকা | 
২১ ক্যারেট স্বর্ণের দাম
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,০১৫ টাকা | 
| ১ আনা | ১২,০৯৩ টাকা | 
| ১ গ্রাম | ১৬,৫৯০ টাকা | 
| ১ ভরি | ১,৯৩,৫০২ টাকা | 
১৮ ক্যারেট স্বর্ণের দাম
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ১,৭২৭ টাকা | 
| ১ আনা | ১০,৩৬৬ টাকা | 
| ১ গ্রাম | ১৪,২২০ টাকা | 
| ১ ভরি | ১,৬৫,৮৫৯ টাকা | 
সনাতন পদ্বতি স্বর্ণের দাম
| সনাতন পদ্বতি সোনার দাম | |
| ১ রতি | ১,৪৩৫ টাকা | 
| ১ আনা | ৮,৬১৫ টাকা | 
| ১ গ্রাম | ১১,৮১৮টাকা | 
| ১ ভরি | ১,৩৭,৮৪২ টাকা | 
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।


 

