Thursday, November 6, 2025
Homeআজকের সোনার দাম – ২ নভেম্বর ২০২৫

আজকের সোনার দাম – ২ নভেম্বর ২০২৫

আজকের সোনার দাম

আজ ২ নভেম্বর ২০২৫ রোজ রবিবার বাংলাদেশে স্বর্ণের দাম ০১ তারিখ বেড়েছে ভরিতে ১,৬৮০ টাকা। তই এখন দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯২ হাজার ৫৯৩ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ০৭৮ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৭৮ টাকা।

সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,২৯৯ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৫১২ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,১৫৩ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১১,৭৬১ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১০১ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০০৬ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭১৯ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪২৮ টাকা।

২২ ক্যারেট সোনার দামের ক্যালকুলেটর

এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,৬১০ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,০৩৭ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৩১৭ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,৫৭৩ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের দাম

২২ ক্যারেট সোনার দাম
১ রতি২,১০১ টাকা
১ আনা১২,৬১০ টাকা
১ গ্রাম১৭,২৯৯ টাকা
১ ভরি২,০১,৭৭২ টাকা

২১ ক্যারেট স্বর্ণের দাম

২১ ক্যারেট সোনার দাম
১ রতি২,০০৬ টাকা
১ আনা১২,০৩৭ টাকা
১ গ্রাম১৬,৫১২ টাকা
১ ভরি১,৯২,৫৯৩ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের দাম

১৮ ক্যারেট সোনার দাম
১ রতি১,৭১৯ টাকা
১ আনা১০,৩১৭ টাকা
১ গ্রাম১৪,১৫৩ টাকা
১ ভরি১,৬৫,০৭৮ টাকা

সনাতন পদ্বতি স্বর্ণের দাম

সনাতন পদ্বতি সোনার দাম
১ রতি১,৪২৮ টাকা
১ আনা৮,৫৭৩ টাকা
১ গ্রাম১১,৭৬১ টাকা
১ ভরি১,৩৭,১৭৮ টাকা

আরো দেখুন: আজকের রুপার দাম

বন্ধু এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ