আজকের সোনার দাম
আজ ২ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার বাংলাদেশে স্বর্ণের দাম কমে ভরিতে ২,০০০ টাকা পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ২২ হাজার ৭২০ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১২ হাজার ৬৩১ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৮২ হাজার ২৪৬ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৮০৪ টাকা।
২২ ক্যারেট স্বর্ণের দাম
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,৩২০ টাকা |
| ১ আনা | ১৩,৯২০ টাকা |
| ১ গ্রাম | ১৯,০৯৫ টাকা |
| ১ ভরি | ২,২২,৭২০ টাকা |
২১ ক্যারেট স্বর্ণের দাম
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,২১৪ টাকা |
| ১ আনা | ১৩,২৮৯ টাকা |
| ১ গ্রাম | ১৮,২৩০ টাকা |
| ১ ভরি | ২,১২,৬৩১ টাকা |
১৮ ক্যারেট স্বর্ণের দাম
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ১,৮৯৮ টাকা |
| ১ আনা | ১১,৩৯০ টাকা |
| ১ গ্রাম | ১৫,৬২৫ টাকা |
| ১ ভরি | ১,৮২,২৪৬ টাকা |
সনাতন পদ্বতি স্বর্ণের দাম
| সনাতন পদ্বতি সোনার দাম | |
| ১ রতি | ১,৫৮১ টাকা |
| ১ আনা | ৯,৪৮৭ টাকা |
| ১ গ্রাম | ১৩,০১৫ টাকা |
| ১ ভরি | ১,৫১,৮০৪ টাকা |
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৯,০৯৫ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৮,২৩০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৬২৫ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১৩,০১৫ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,৩২০ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,২১৪ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৮৯৮ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৫৮১ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৩,৯২০ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১৩,২৮৯ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,৩৯০ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৯,৪৮৭ টাকা।
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

