আজকের সোনার দাম
আজ ২৯ অক্টোবর ২০২৫ রোজ বুধবার বাংলাদেশে স্বর্ণের দাম কমে ভরিতে ১০,০০০ টাকা কমে দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯৩ হাজার ৮০৫ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৮৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৫৬৯ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬২৬ টাকা।
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৬১৬ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৮৬১ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৩,৫৯৫ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১১,২৮৫ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,০১৮ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৯২৭ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৬৫১ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৩৭১ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,১১২ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,৫৬২ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,৯১০ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,২২৬ টাকা।
২২ ক্যারেট স্বর্ণের দাম
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ২,০১৮ টাকা |
| ১ আনা | ১২,১১২ টাকা |
| ১ গ্রাম | ১৬,৬১৬ টাকা |
| ১ ভরি | ১,৯৩,৮০৫ টাকা |
২১ ক্যারেট স্বর্ণের দাম
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ১,৯২৭ টাকা |
| ১ আনা | ১১,৫৬২ টাকা |
| ১ গ্রাম | ১৫,৮৬১ টাকা |
| ১ ভরি | ১,৮৪,৯৯৯ টাকা |
১৮ ক্যারেট স্বর্ণের দাম
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি | ১,৬৫১ টাকা |
| ১ আনা | ৯,৯১০ টাকা |
| ১ গ্রাম | ১৩,৫৯৫ টাকা |
| ১ ভরি | ১,৫৮,৪৬৯ টাকা |
সনাতন পদ্বতি স্বর্ণের দাম
| সনাতন পদ্বতি সোনার দাম | |
| ১ রতি | ১,৩৭১ টাকা |
| ১ আনা | ৮,২২৬ টাকা |
| ১ গ্রাম | ১১,২৮৫টাকা |
| ১ ভরি | ১,৩১,৬২৬ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

