Monday, January 26, 2026
Homeআজকের সোনার দাম – ২৬ জানুয়ারি ২০২৬

আজকের সোনার দাম – ২৬ জানুয়ারি ২০২৬

আজকের সোনার দাম

আজ ২৬ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার, বাংলাদেশের বাজারে আজকে স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরিতে ১,৫০০ টাকার মত, বর্তমান যে দাম রয়েছে তা নিচে আপনি দেখতে পারবেন। বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ৫৭ হাজার ১৮৬ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের দাম

২২ ক্যারেট সোনার দাম
১ রতি২,৬৭৯ টাকা
১ আনা১৬,০৭৪ টাকা
১ গ্রাম২২,০৫০ টাকা
১ ভরি২,৫৭,১৮৬ টাকা

২১ ক্যারেট স্বর্ণের দাম

২১ ক্যারেট সোনার দাম
১ রতি২,৫৫৭ টাকা
১ আনা১৫,৩৪৫ টাকা
১ গ্রাম২১,০৫০ টাকা
১ ভরি২,৪৫,৫২৩ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের দাম

১৮ ক্যারেট সোনার দাম
১ রতি২,১৯১ টাকা
১ আনা১৩,১৫০ টাকা
১ গ্রাম১৮,০৪০ টাকা
১ ভরি২,১০,৪১৫ টাকা

সনাতন পদ্বতি স্বর্ণের দাম

সনাতন পদ্বতি সোনার দাম
১ রতি১,৮০১ টাকা
১ আনা১০,৮০৭ টাকা
১ গ্রাম১৪,৮২৫ টাকা
১ ভরি১,৭২,৯১৫ টাকা

সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ২২,০৫০ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ২১,০৫০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৮,০৪০ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১৪,৮২৫ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,৬৭৯ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,৫৫৭ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,১৯১ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৮০১ টাকা।

এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৬,০৭৪ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১৫,৩৪৫ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১৩,১৫০ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ১০,৮০৭ টাকা।

আরো দেখুন: আজকের রুপার দাম

এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ