Tuesday, January 27, 2026
Homeআজকের সোনার দাম – ২২ জানুয়ারি ২০২৬

আজকের সোনার দাম – ২২ জানুয়ারি ২০২৬

আজকের সোনার দাম

আজ ২২ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার, বাংলাদেশের বাজারে আজকে স্বর্ণের দামের সর্বোচ্চ ইতিহাস গড়লো। প্রতি ভরিতে ৮৩০০ টাকারও বেশি বেড়ে গিয়ে বর্তমান যে দাম রয়েছে তা নিচে আপনি দেখতে পারবেন। বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ৫২ হাজার ৪৬৩ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের দাম

২২ ক্যারেট সোনার দাম
১ রতি২,৬২৯ টাকা
১ আনা১৫,৭৭৮ টাকা
১ গ্রাম২১,৬৪৫ টাকা
১ ভরি২,৫২,৪৬৩ টাকা

২১ ক্যারেট স্বর্ণের দাম

২১ ক্যারেট সোনার দাম
১ রতি২,৫১০ টাকা
১ আনা১৫,০৬০ টাকা
১ গ্রাম২০,৬৬০ টাকা
১ ভরি২,৪০,৯৭৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের দাম

১৮ ক্যারেট সোনার দাম
১ রতি২,১৫১ টাকা
১ আনা১২,৯০৯ টাকা
১ গ্রাম১৭,৭১০ টাকা
১ ভরি২,০৬,৫৫৪ টাকা

সনাতন পদ্বতি স্বর্ণের দাম

সনাতন পদ্বতি সোনার দাম
১ রতি১,৭৬৭ টাকা
১ আনা১০,৬০৩ টাকা
১ গ্রাম১৪,৫৪৫ টাকা
১ ভরি১,৬৯,৬৫০ টাকা

সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ২১,৬৪৫ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ২০,৬৬০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৭১০ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১৪,৫৪৫ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,৬২৯ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,৫১০ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,১৫১ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৭৬৭ টাকা।

এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৫,৭৭৮ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১৫,০৬০ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,৯০৯ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ১০,৬০৩ টাকা।

আরো দেখুন: আজকের রুপার দাম

এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

SourceBajus
Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ