আজকের সোনার দাম
আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বাংলাদেশে অষ্টম ধাপে স্বর্ণের দাম বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৮৮ হাজার ১৪৮ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৭৯ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৯৩৮ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৭১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,১৩১ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৩৯৮ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৩,১৯৮ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১০,৯৪৬ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ১,৯৬০ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৮৭০ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৬০৩ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৩২৯ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১১,৭৫৯ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,২২৪ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ৯,৬২১ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৭,৯৭৯ টাকা।
২২ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৯৬০ টাকা |
১ আনা | ১১,৭৫৯ টাকা |
১ গ্রাম | ১৬,১৩১ টাকা |
১ ভরি | ১,৮৮,১৪৮ টাকা |
২১ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৮৭০ টাকা |
১ আনা | ১১,২২৪ টাকা |
১ গ্রাম | ১৫,৩৯৮ টাকা |
১ ভরি | ১,৭৯,৬০০ টাকা |
১৮ ক্যারেট সোনার দাম | |
১ রতি | ১,৬০৩ টাকা |
১ আনা | ৯,৬২১ টাকা |
১ গ্রাম | ১৩,১৯৮ টাকা |
১ ভরি | ১,৫৩,৯৩৮ টাকা |
সনাতন পদ্বতি সোনার দাম | |
১ রতি | ১,৩২৯ টাকা |
১ আনা | ৭,৯৭৯ টাকা |
১ গ্রাম | ১০,৯৪৬ টাকা |
১ ভরি | ১,২৭,৬৭১ টাকা |
আরো দেখুন: আজকের রুপার দাম
এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।