আজকের সোনার দাম
আজ ২০ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে আজকের স্বর্ণের দাম কত? জানুন আজকের পোস্ট থেকে, সর্বশেষ সোনার দাম পরিবর্তন করেছে ১৮ নভেম্বর বাজুস তই এখন দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ৯ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৪২২ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৫৯০ টাকা।
আজকের স্বর্ণের দাম ২২ ক্যারেট
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ২,১৮২ টাকা |
| ৩ রতি সোনা | ৬,৫৪৭ টাকা |
| ১ আনা সোনা | ১৩,০৯৪ টাকা |
| ৪ আনা সোনা | ৫২,৩৭৯ টাকা |
| ৮ আনা সোনা | ১,০৪,৭৫৪ টাকা |
| ১ ভরি সোনা | ২,০৯,৫১৬ টাকা |
| ৩ ভরি সোনা | ৬,২৮,৫৫০ টাকা |
আজকের স্বর্ণের দাম ২১ ক্যারেট
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ২,০৮৩ টাকা |
| ৩ রতি সোনা | ৬,২৪৯ টাকা |
| ১ আনা সোনা | ১২,৫০০ টাকা |
| ৪ আনা সোনা | ৫০,০০০ টাকা |
| ৮ আনা সোনা | ১,০০,০০০ টাকা |
| ১ ভরি সোনা | ২,০০,০০০ টাকা |
| ৩ ভরি সোনা | ৬,০০,০০০ টাকা |
আজকের স্বর্ণের দাম ১৮ ক্যারেট
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ১,৭৮৫ টাকা |
| ৩ রতি সোনা | ৫,৩৫৬ টাকা |
| ১ আনা সোনা | ১০,৭১৩ টাকা |
| ৪ আনা সোনা | ৪২,৮৫৫ টাকা |
| ৮ আনা সোনা | ৮৫,৭১১ টাকা |
| ১ ভরি সোনা | ১,৭১,৪২২ টাকা |
| ৩ ভরি সোনা | ৫,১৪,২৬৮ টাকা |
আজকের স্বর্ণের দাম সনাতন পদ্ধতির
| সনাতন পদ্ধতি সোনার দাম | |
| ১ রতি সোনা | ১,৪৮৫ টাকা |
| ৩ রতি সোনা | ৪,৪৮৫ টাকা |
| ১ আনা সোনা | ৮,৯১১ টাকা |
| ৪ আনা সোনা | ৩৫,৬৪৭ টাকা |
| ৮ আনা সোনা | ৭১,২৯৫ টাকা |
| ১ ভরি সোনা | ১,৪২,৫৯০ টাকা |
| ৩ ভরি সোনা | ৪,২৭,৭৭০ টাকা |
প্রতিদিন সোনার দাম জানার জন্য আমাদের ফলো করে রাখুন এবং নিজের ওজন অনুযায়ী দাম বের করার জন্য নিচের বাটনে চাপ দিয়ে ক্যালকুলেট দেখুন।
আরো দেখুন: আজকের রুপার দাম
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৯৬৩ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,১৪৭ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৬৯৭ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১২,২২৫ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং উপরে আপনাদের জন্য এক রতি এবং এক আনা ও ভরি সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১৮২ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০৮৩ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭৮৫ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪৮৫ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৩,০৯৪ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,৫০০ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৭১৩ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,৯১১ টাকা।
বন্ধু এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে ৫% ভ্যাট ও ৬% মজুরি দিতে হবে। তাহলে আপনার ক্রয় করা সোনা পাকা হবে। আর কাচাঁ স্বর্ণ হল শুধু সোনার বার কেনা, কোন গহনা বা কোন জিনিস না বানানো।

