Monday, October 20, 2025
Homeআজকের সোনার দাম – ২০ অক্টোবর ২০২৫

আজকের সোনার দাম – ২০ অক্টোবর ২০২৫

আজকের সোনার দাম

আজ ২০ অক্টোবর ২০২৫ রোজ সোমবার বাংলাদেশে স্বর্ণের দাম আজ প্রতি ভরিতে ১,০৭৬ টাকা বেড়ে বর্তমান দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ১৭ হাজার ৩৯৬ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ০৭ হাজার ৪৯৯ টাকা। ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৮৪৯ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ০৭১ টাকা।

সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৮,৬৩৭ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৭৯০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,২৪৮ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১২,৬৯৫ টাকা।

আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং নিচে আপনাদের জন্য এক রতি এবং এক আনা সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:

সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,২৬৪ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,১৬১ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৮৫২ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৫৪২ টাকা।

২২ ক্যারেট সোনার দামের ক্যালকুলেটর

এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১৩,৫৮৭ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,৯৬৮ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১১,১১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৯,২৫৪ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের দাম

২২ ক্যারেট সোনার দাম
১ রতি২,২৬৪ টাকা
১ আনা১৩,৫৮৭ টাকা
১ গ্রাম১৮,৬৩৭ টাকা
১ ভরি২,১৭,৩৯৬ টাকা

২১ ক্যারেট স্বর্ণের দাম

২১ ক্যারেট সোনার দাম
১ রতি২,১৬১ টাকা
১ আনা১২,৯৬৮ টাকা
১ গ্রাম১৭,৭৯০ টাকা
১ ভরি২,০৭,৪৯৯ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের দাম

১৮ ক্যারেট সোনার দাম
১ রতি১,৮৫২ টাকা
১ আনা১১,১১৫ টাকা
১ গ্রাম১৫,২৪৮ টাকা
১ ভরি১,৭৭,৮৪৯ টাকা

সনাতন পদ্বতি স্বর্ণের দাম

সনাতন পদ্বতি সোনার দাম
১ রতি১,৫৪২ টাকা
১ আনা৯,২৫৪ টাকা
১ গ্রাম১২,৬৯৫ টাকা
১ ভরি১,৪৮,০৭১ টাকা

আরো দেখুন: আজকের রুপার দাম

এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে একটা ৫% ও ৬% ভ্যাট এবং মজুরি দিতে হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ