আজকের সোনার দাম
আজ ১৯ নভেম্বর ২০২৫ রোজ বুধবার বাংলাদেশে আজকের স্বর্ণের দাম কত? জানুন আজকের পোস্ট থেকে, সর্বশেষ সোনার দাম পরিবর্তন করেছে ১৮ নভেম্বর বাজুস তই এখন দাম পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২ লক্ষ ৬ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ ৯৭ হাজার টাকা। ৪৯১ ক্যারেট ১ ভরি সোনার দাম বর্তমান রয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ২৮৮ টাকা। এছাড়া সবচেয়ে নরমাল সোনা হলো সনাতন পদ্ধতি তার এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৭৫৮ টাকা।
আজকের স্বর্ণের দাম ২২ ক্যারেট
| ২২ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ২,১৫৫ টাকা |
| ৩ রতি সোনা | ৬,৪৬৫ টাকা |
| ১ আনা সোনা | ১২,৯৩১ টাকা |
| ৪ আনা সোনা | ৫১,৭২৬ টাকা |
| ৮ আনা সোনা | ১,০৩,৪৫২ টাকা |
| ১ ভরি সোনা | ২,০৬,৯০৪ টাকা |
| ৫ ভরি সোনা | ১০,৩৪,৫২৪ টাকা |
আজকের স্বর্ণের দাম ২১ ক্যারেট
| ২১ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ২,০৫৭ টাকা |
| ৩ রতি সোনা | ৬,১৭১ টাকা |
| ১ আনা সোনা | ১২,৩৪৩ টাকা |
| ৪ আনা সোনা | ৪৯,৩৭২ টাকা |
| ৮ আনা সোনা | ৯৮,৭৪৫ টাকা |
| ১ ভরি সোনা | ১,৯৭,৪৯১ টাকা |
| ৫ ভরি সোনা | ৯,৮৭,৪৫৬ টাকা |
আজকের স্বর্ণের দাম ১৮ ক্যারেট
| ১৮ ক্যারেট সোনার দাম | |
| ১ রতি সোনা | ১,৭৬৩ টাকা |
| ৩ রতি সোনা | ৫,২৯০ টাকা |
| ১ আনা সোনা | ১০,৫৮০ টাকা |
| ৪ আনা সোনা | ৪২,৩২২ টাকা |
| ৮ আনা সোনা | ৮৪,৬৪৪ টাকা |
| ১ ভরি সোনা | ১,৬৯,২৮৮ টাকা |
| ৫ ভরি সোনা | ৮,৪৬,৪৪১ টাকা |
আজকের স্বর্ণের দাম সনাতন পদ্ধতির
| সনাতন পদ্ধতি সোনার দাম | |
| ১ রতি সোনা | ১,৪৬৬ টাকা |
| ৩ রতি সোনা | ৪,৩৯৮ টাকা |
| ১ আনা সোনা | ৮,৭৯৭ টাকা |
| ৪ আনা সোনা | ৩৫,১৮৯ টাকা |
| ৮ আনা সোনা | ৭০,৩৭৯ টাকা |
| ১ ভরি সোনা | ১,৪০,৭৫৮ টাকা |
| ৫ ভরি সোনা | ৭,০৩,৭৯০ টাকা |
প্রতিদিন সোনার দাম জানার জন্য আমাদের ফলো করে রাখুন এবং নিজের ওজন অনুযায়ী দাম বের করার জন্য নিচের বাটনে চাপ দিয়ে ক্যালকুলেট দেখুন।
আরো দেখুন: আজকের রুপার দাম
সোনার দাম কত আজকে 2025 বাংলাদেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ দাম নির্ধারণ করা থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৭,৭৩৯ টাকা। ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৬,৯৩২ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৫১৪ টাকা। সনাতন পদ্ধতি এক গ্রাম সোনার দাম রয়েছে ১২,০৬৮ টাকা।
আর এই দাম নির্ধারণ থেকে আমরা উপরে এক ভরি সোনার দাম নির্ধারণ করেছি এবং উপরে আপনাদের জন্য এক রতি এবং এক আনা ও ভরি সোনার দাম কত রয়েছে তা বিস্তারিত দেওয়া হল:
22 ক্যারেট স্বর্ণের দাম কত today 2025
সর্বশেষ সোনার দাম নির্ধারণ থেকে আমরা পেয়েছি ২২ ক্যারেট এক রতি সোনার দাম ২,১৫৫ টাকা, ২১ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ২,০৫৭ টাকা, ১৮ ক্যারেট এক রতি সোনার দাম রয়েছে ১,৭৬৩ টাকা ও সনাতন পদ্ধতিতে এক রতি সোনার দাম রয়েছে ১,৪৬৬ টাকা।
এ ছাড়া আপনাদের বোঝানোর ক্ষেত্রে আরও আমরা সুন্দরভাবে সোনার আনা ওজন অনুযায়ী দাম নির্ধারণ দেওয়া হল: বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বাংলাদেশে ২২ ক্যারেটে এক আনা সোনার দাম রয়েছে ১২,৯৩১ টাকা, ২১ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১২,৩৪৩ টাকা, ১৮ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ১০,৫৮০ টাকা ও সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম রয়েছে ৮,৭৯৭ টাকা।
বন্ধু এই ছিল বাংলাদেশের সর্বশেষ সোনার দাম তা ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়া হলো। এই দাম পূর্ববর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাছাড়া আপনারা যদি স্বর্ণ ক্রয় করার সময় কোন গহনা তৈরি করেন সে ক্ষেত্রে আপনাকে ৫% ভ্যাট ও ৬% মজুরি দিতে হবে। তাহলে আপনার ক্রয় করা সোনা পাকা হবে। আর কাচাঁ স্বর্ণ হল শুধু সোনার বার কেনা, কোন গহনা বা কোন জিনিস না বানানো।

