HomeEducation৮ম শ্রেণির বাংলা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ২০২৪

৮ম শ্রেণির বাংলা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ২০২৪

৮ম শ্রেণির বাংলা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ২০২৪

যান্মাসিক সাময়িক মূল্যায়ন ২০২৪

শ্রেণি: আষ্টম

বিষয়: বাংলা

তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ বৈটতে সভল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। এ আলোচনাকে সামনে যেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিল বাবাবি আয়াম করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাতনা ও মতামত প্রকাশের সুামগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জনাও শিক্ষার্থীদের বাহ যেতে সৃষ্টিশীল লেখা অস্থান করা হচ্ছে।

কাজ ক. জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো।

১। বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের ২৬৭৬২ত্র সথে আলোচনা করে নিচের কার্যক্রমাসা অনুসরণ করে। এরপর খাতায় লেখঃ

  • তোমায় বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে যের করতে হবে।
  • এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায়, তার একটি প্রণিতা করছে হতে।
  • যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে, সেগুলো নির্ধারণ করতে হবে।

কাজগুলো করতে গিছে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আয় কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হতে। প্রয়োজনে আলাদা হক ব্যাবদায় করা যেতে পারে।।

২। আদিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুন তৈরি ক

  • নমুনা দুইটির একটি হবে মোখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখির যোগাযেগের।
  • এ নমুন দুটি হবে তোমায় ভালিকার যে কোনো দুই জন ব্যাক্তিকে দিয়ে।

নমুনা দুইটি তৈরি করায় পাশের সহপাঠীর সাহায্য নেয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে আনতে পেরেছ তা যোগাযোগের নমুনা বেথার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে যাব। নমুনার ধরণও বিষয়বস্তু হ এওম যাবে না

কাজ খ. দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো।

  • কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে।
  • প্রতি দলে ৪ জন করে সদস্য থাকতে পারে।
  • দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে।
  • রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে অলোচনা করা যাবে।
  • নমুনা লেখাটি লেখার আগে, দলীয় ভালোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং পুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে।
  • রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষন ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে।
  • রচনায় একটি শিরোনাম দিতে হবে।

নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো-

  • বিবরণমূলক লেখা। বিদ্যালয়। শ্রেণিকক্ষ। স্কুলমাঠ। পাঠাগারের বিবরণ
  • বিশ্লেষণমূলক লেখা: বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ-সুবিধা
  • তথ্যমূলক লেখা: বিদ্যালয়ের পুরত্বপূর্ণ তথ্য
  • কল্পনানির্ভর দেখা: বিদ্যালয়কে ঘিয়ে কোনো প

১। উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয় থেকোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে।

২। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক। বিশ্লেষণমূলক। তথ্যমূলক। কল্পনানির্ভর আর পিছনে যুক্তি দাও।

কাজ গ. তোমার লেখা উপরের রচনায় দিরিতে এককভাবে নিচের কাজগুলো করো

  • দুটি ব্যাকোর উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিখেয়র প্রসারক চিহ্নিত করো।
  • যে কোনো দশটি শব্দ আভিধানের বর্ণীনুরুমে সামাও।

৮ম শ্রেণির বাংলা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

৮ম শ্রেণির বাংলা ষান্মাসিক মূল্যায়ন প্রশ্ন ও উত্তর ২০২৪

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read