Tuesday, November 11, 2025
Home১৪১ বলে ৩১৪ রানের ইনিংসে ইতিহাসে নাম লিখালেন অস্ট্রেলিয়ার হারজাস

১৪১ বলে ৩১৪ রানের ইনিংসে ইতিহাসে নাম লিখালেন অস্ট্রেলিয়ার হারজাস

অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন তরুণ হারজাস সিং। ১৪১ বলে ৩১৪ রানের বিধ্বংসী ইনিংসে এসেছে ৩৪টি ছক্কা আর মাত্র ১২টি চার। তাঁর ছক্কায় মাঠের বাইরে চলে গেছে একাধিক বল, যার আর্থিক ক্ষতি আনুমানিক ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। মাত্র ২০ বছর বয়সেই এমন ইনিংসে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটার।

৩৪ ছক্কায় ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন হারজাস সিং

নিউজ কনটেন্ট

সিডনির শীর্ষ ওয়ানডে প্রতিযোগিতা নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী হারজাস সিং। ওয়েস্টার্ন সাবআর্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৪১ বলে তিনি করেন ৩১৪ রান। তাঁর ইনিংসে চার ছিল মাত্র ১২টি, তবে ছক্কা ছিল রেকর্ডসম ৩৪টি।

ব্যাটিং শুরু করেছিলেন তিন নম্বরে নেমে। প্রথম ১০ বলেই বুঝিয়ে দেন বড় শট খেলার ক্ষমতা রয়েছে তাঁর ব্যাটে। সেঞ্চুরি তুলতে সময় লাগে ৭৪ বল, এরপরই শুরু হয় ছক্কার বন্যা। সেঞ্চুরির পর মাত্র ৬৭ বলে আসে তাঁর পরের ২১৪ রান। ইনিংসের শেষ দিকে টানা তিন ছক্কায় পৌঁছে যান ৩০১ রানে। শেষ পর্যন্ত ৩৪ ছক্কায় ৩১৪ রান করে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

হারজাসের ইনিংসের কল্যাণে দল ওয়েস্টার্ন সাবআর্বস সংগ্রহ করে ৪৮৩ রান, যা অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে দলগত সর্বোচ্চ স্কোর। তাঁর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মাত্র ৩৭।

আরো পড়ুন : পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতের নারী দলের অনুশীলনে ঢুকে পড়ল সাপ

এই ইনিংসে এত বেশি ছক্কা মারায় একের পর এক বল মাঠের বাইরে চলে যায়। খেলার পর অনুমান করা হয়, অন্তত ২ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বল হারিয়ে গেছে। হারজাস নিজেই ফক্স স্পোর্টসকে জানিয়েছেন এ তথ্য।

তবে এই ইনিংস ইতিহাসের সর্বোচ্চ নয়। ১৯০৩ সালে ভিক্টর ট্রাম্পারের ৩৩৫ রান এখনো সবার ওপরে। দ্বিতীয় স্থানে আছেন ফিল জ্যাক (৩২১), আর হারজাস সিং উঠে এসেছেন তৃতীয় স্থানে।

ভারতীয় বংশোদ্ভূত হারজাস গত বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। তাঁর বাবা-মা দুজনই পাঞ্জাবের ক্রীড়াবিদ বাবা ছিলেন বক্সিং চ্যাম্পিয়ন, মা ছিলেন লং জাম্পার। ট্রিপল সেঞ্চুরির খবর শুনে বাবা-মা দুজনই আবেগাপ্লুত হয়েছেন বলে জানিয়েছেন এই তরুণ ব্যাটার।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ