সৌদি আরব ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে – saudi visa check

- Advertisement -

সৌদি আরব ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে

সৌদি আরব ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে – saudi visa check online by passport number

সৌদি আরবের ভিসা চেক করুন আপনি নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে। আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে খুব সহজে। কিভাবে চেক করতে হয় সেই বিষয় আজকের পোস্ট:

বন্ধুরা আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত সৌদি আরব কাজের জন্য যাচ্ছেন। কিন্তু অনেক দালাল বা ধোঁকাবাজ কিছু ব্যাক্তি আছে তারা সঠিক ভিসা দেয় না। ফেক একটা ভিসা দিয়ে টাকা আত্মসাত করে থাকে। তাই আপনাকে কি সঠিক ভিসা দিছে কি না সেটা নিজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে চেক করুন খুব সহজ উপায় মাত্র ২ মিনিটে।

সেরা ১০টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস

উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় – ইউসিবি উপায় প্রিপেইড কার্ড

তো বন্ধুরা প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের ক্রোমা ব্রাউজার বা অন্য ব্রাউজার যদি ব্যবহার করে থাকেন সেটি ওপেন করবেন। তারপর সার্চ করুন : visa.mofa.gov.sa এটি লিখে অথবা নিচের লিংকে ক্লিক করে ওয়েবসাইট ওপেন করুন।

Saudi Visa Check Website Link

Website Link: https://visa.mofa.gov.sa/

Saudi Arabia Work Visa Check By Passport Number

আপনি শুধু আপনার পাসপোর্ট নাম্বার দিয়েই আপনার ভিসা চেক করতে পারবেন অনলাইনে। অনলাইনে আপনার ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার জন্য প্রথমে ওয়েবসাইটটিতে যাবেন।

1. ওয়েবসাইটটি প্রথম ওপেন করার সাথে আপনার কাছে একটি পপ আপ নোটিফিকেশন সো করবে সেটি ক্লোজে ক্লিক করে কেটে দিবেন:

Saudi visa check

2. তারপর “E” বাটনে ক্লিক করে ইংরেজি করে নিবেন তাহলে বুঝতে সুবিধা হবে।

Saudi visa check 1

3. এরপর ওয়েবসাইটটি ইংরেজি ভাষায় রূপান্তর হবে। এবং হোমপেজে নিচের দিকে তিনটি সার্ভিস অপশন আসবে। সেখানে মধ্যখানে “Service For Citizens and Residents” এই অপশনে ক্লিক করবেন

Saudi visa check 2

4. তারপর আরেকটি পেজ আসবে। এখানে একটি সার্চ অপশন পাবেন সেখানে লিখুন ” Find ” লিখে সার্চ করুন। সার্চ করলে এই পেজেই একটি “Apply” অপশন পাবেন সেখানে ক্লিক করে পরবর্তী পেজে যান।

Saudi visa check 4

5. এর পরের পেজে একটি ফরম দেবে সেটি পূরণ করুন সঠিকভাবে। আপনাকে যে ভিসা দিবে সে যদি আপনাকে একটি কাগজ দেয় অথবা আপনাকে বলে যে আপনার ভিসা চলে এসেছে তাহলেই আপনি চেক করুন:

Saudi visa check 2 1
  • Passport Number ( আপনার সঠিক পাসপোর্ট নাম্বার লিখুন বক্সে)
  • Current Nationality ( আপনার দেশের নাম সিলেক্ট করুন)
  • Visa Type ( আপনি কি কাজ করতে যাবে সেটি সিলেক্ট করুন যদি কাজের ভিসা হয় তাহলে Work সিলেক্ট করুন বা অন্য কোন কাজ হলে সেটি সিলেক্ট করবেন।
  • Visa Issuing Authority ( আপনি কোথায় বসে ভিসা করছেন সেই স্থান সিলেক্ট করুন, যদি ঢাকা হয় তাহলে Dhaka বা অন্য কোথা থেকে হলে সেই জায়গা সিলেক্ট করুন)
  • Image Code ( ছবিতে ৬ ডিজিট এর সংখ্যা থাকবে সেটি দেখে দেখে লিখে দিন)

এবার সব সঠিক হলে ” Search ” বাটনে ক্লিক করুন।

Saudi visa check 5

আপনার যদি ভিসা আসে তাহলে আপনার সকল ইনফরমেশন চলে আসবে ছবিসহ। আর যদি আপনার ভিসা না আসে তাহলে কোন কিছুই আসবে না।

৭০+ বাংলা শুভ নববর্ষ ১৪৩২ | পহেলা বৈশাখ ছবি ২০২৫ বাংলা শুভ নববর্ষ ১৪৩২

৭০+ বাংলা শুভ নববর্ষ ১৪৩২ | পহেলা বৈশাখ ছবি ২০২৫

৭০+ বাংলা শুভ নববর্ষ ১৪৩২ | পহেলা বৈশাখ ছবি ২০২৫বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানান বন্ধুদের, আত্মীয় স্বজনদের, প্রিয়জনদের, ভাই-বোনদেরকে। এখানে…

বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই আপনি নিজেই আপনার ভিসা আসছে কিনা এবং যদি কেউ ভিসা দিয়ে থাকে সেটি সঠিক কিনা নিজেই যাচাই করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আশা করি আমাদের এই পোস্ট থেকে আপনাদের অনেক উপকারে আসবে। যদি আপনি এই ধরনের আরো অনেক ইনফরমেশন এর পোস্ট পেতে চান তাহলে অবশ্যই আমাদের google নিউজ ফলো করে রাখবেন।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here