Saturday, November 15, 2025
Homeসাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে

সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে

মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এই আদেশ দেন। কারাগারে পাঠানো দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে চট্টগ্রামে সংঘটিত গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এরপর ট্রাইব্যুনাল তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, সাইফুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
এ ছাড়া জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম–খুনের অভিযোগে দায়ের হওয়া আরেকটি মানবতাবিরোধী মামলায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকেও বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়।

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ জানান, আজ বেলা ১১টার দিকে রাজধানী থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর সাড়ে তিনটার দিকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় ৩৫ জনের বেশি গুমের শিকার ব্যক্তির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে মামলাটিতে দুইজন আসামি আছেন মশিউর রহমান এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, র‍্যাবে কর্মরত অবস্থায় মশিউর রহমান আলেপ উদ্দিনের অন্যতম সহযোগী ছিলেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

প্রসিকিউশনের বক্তব্য

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন এই দুই মামলাই মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগের অংশ। ট্রাইব্যুনালের নির্দেশে দুজনকেই আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : সিটি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘষের শেষ পরিস্থিতি

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ঘটনাতারিখ
সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির৩০ অক্টোবর ২০২৫
মশিউর রহমানকে গ্রেপ্তার ও হাজির৩০ অক্টোবর ২০২৫
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ৩০ নভেম্বর ২০২৫

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ