Wednesday, November 12, 2025
Homeশনিবারও ব্যাংক খোলা রাখার নির্দেশ, জানলেন কেন?

শনিবারও ব্যাংক খোলা রাখার নির্দেশ, জানলেন কেন?

আজ শনিবার (১৮ অক্টোবর)ও দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে, তবে এবার ব্যতিক্রম ঘটছে হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোকে অর্থ গ্রহণের কার্যক্রম চালু রাখতে হবে।

নিরাপত্তা ও জনস্বার্থে নির্দেশনা

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে

আরো পড়ুন : যে কারণে আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে

হজযাত্রীদের জন্য বাড়তি সুবিধা

এ সিদ্ধান্তের ফলে আজ হজ–সংক্রান্ত ব্যাংক শাখা ও উপশাখাগুলোয় নিবন্ধন ফি জমা দিতে পারবেন আগ্রহীরা। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এতে হজ কার্যক্রমে অংশগ্রহণকারীদের কোনো প্রশাসনিক বা আর্থিক বিড়ম্বনা হবে না।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ