Wednesday, November 12, 2025
Homeডিজিটাল নিরাপত্তা আইন-২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইন-২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অবশেষে স্বস্তির খবর পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে তাঁর দাখিল করা আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার হাইকোর্ট রায় দিয়েছেন। ফলে মামলাটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মঈন ফিরোজী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী মঈন ফিরোজী জানান, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন।
পরে মিনহাজ মান্নান ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন, যা শুনানি শেষে আজ মঞ্জুর হয়।

২০২০ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সিটিটিসি আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদ ও দিদারুল ইসলাম ভূঁইয়াকে আসামি করা হয় এবং আটজনকে অব্যাহতির আবেদন করা হয়।
এ মামলায় গ্রেপ্তার হওয়া মুশতাক আহমেদ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কারাগারে মৃত্যুবরণ করেন। পরে আদালত মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন।

আরোপড়ুন: সিটি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘষের শেষ পরিস্থিতি

আদালতে মিনহাজ মান্নানের উপস্থিতি

মামলার নথি থেকে জানা গেছে, অভিযোগ গঠনের দিন মিনহাজ মান্নান ও দিদারুল ইসলাম আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান। তবে কার্টুনিস্ট কিশোর অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল হয়।
আজকের হাইকোর্টের রায়ে মিনহাজ মান্নানের বিরুদ্ধে চলমান কার্যক্রম স্থায়ীভাবে নিষ্পত্তি হলো, যা তাঁর পেশাগত জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে।


সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ