Tuesday, November 11, 2025
Homeজাল নোটসহ গ্রেফতার কৃষক দলের নেতা মো.নুর আলম

জাল নোটসহ গ্রেফতার কৃষক দলের নেতা মো.নুর আলম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক নাগরিক মো.নুর আলম (৩৫) নামের এক কৃষকদলের স্থানীয় নেতা এছাড়া নোয়াখালীর সদর উপজেলার ১৯ নম্বর চয়ার মটুয়া ইউনিয়নের পূর্বচর মোটর গ্রামের ইব্রাহিমের ছেলে। 

তিনি ইউনিয়ন কৃষি দলের সাধারণ সম্পাদক তার কৃষক দলের পদে থাকার বিষয়টি পূর্বচর মটুয়া ইউনিয়ন বিএমপির সভাপতি নূর হুদা প্রথম আলোকে নিশ্চিত করছেন। 

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় থেকে ২৪ হাজার টাকা জাল নোট সহ ধরা পড়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে রাতে আব্দুল্লাহ হো মিয়ার হাটবাজারের একটি মুদিখানা দোকান থেকে সবজি কিনে ১০০০ টাকার একটি নোট দিন নুর আলম। 

এছাড়া দেখা গেছে যে দোকানদারের কাছ থেকে অবশিষ্ট যে টাকাটা সেই টাকাটা নিয়ে দ্রুত সেখান থেকে সে চলে যান। এছাড়া দোকানদার সান্ধ্যবশত 1000 নোট পরীক্ষা করে দেখেন। এটা আসলে একটি জাল নোট। এছাড়া তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায় পরে খবর পেয়ে পুলিশ মনুর আলম কে থানায় নিয়ে যায়। 

অরো পড়ুন:কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে হত্যার ঘটনা ৩০ অক্টোবর ২০২৫

এবং তার নামে একটি মামলা হয় মামলাটিতে গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। জাল নোট চক্রের সঙ্গে কারা জড়িত ।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ