কোন সিম কোন দেশের : মালিক কে?

কোন সিম কোন দেশের : মালিক কে?

বাংলাদেশে বর্তমানে পাঁচটি সিম চলিত রয়েছে। কিন্তু সকলে জানতে চান কোন সিম কোন দেশের?

বাংলাদেশের যে সকল সিম চলিত রয়েছে সেই সিমগুলোর মালিক কে?

এই সিম গুলো কত সালে বাংলাদেশের চালু হয়েছে এবং এর আয় কত?

এই ধরনের আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের পোস্টে দেখাবো?

আশা করি আমাদের এই পোস্ট থেকে আপনি বাংলাদেশের সকল সিম সম্পর্কে এ টু জেড জানতে পারবেন।

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরের নাম

  • ১. গ্রামীণফোন
  • ২. বাংলালিংক
  • ৩. এয়ারটেল
  • ৪. রবি
  • ৫. টেলিটক

গ্রামীণফোন কোন দেশের কোম্পানি

গ্রামীণফোন নরওয়ে ভিত্তিক কোম্পানি টেলিনরের মালিকানাধীন। তারা বাংলাদেশ টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকেন। অর্থাৎ গ্রামীণফোন নরওয়ে দেশের কোম্পানি।

বাংলালিংক কোন দেশের কোম্পানি

বাংলালিংক নেদারল্যান্ডসের ভিওন-এর মালিকানাধীন প্রতিষ্ঠান। তারাই প্রধান বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকেন। অর্থাৎ বাংলালিংক নেদারল্যান্ড দেশের কোম্পানি।

রবি কোন দেশের কোম্পানি

রবি মালয়েশিয়া আজিয়াটা গ্রুপের ৬১.৮২% এবং ভারতী এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া কোম্পানির ২৮.১৮% অংশীদারিত্ব রয়েছে ও ১০% পুঁজিবাজারের বিনিয়োগকারী মালিকরা। তবে রবি ইন্ডিয়া দেশের কোম্পানি।

এয়ারটেল কোন দেশের কোম্পানি

এয়ারটেল রবি কোম্পানির লাইসেন্স অধীনে পরিচালিত একটি মোবাইল নেটওয়ার্ক। অর্থাৎ রবি ও এয়ারটেল এর মালিক একই।

টেলিটক কোন দেশের কোম্পানি

টেলিটক হলো রাষ্ট্রীয় নেটওয়ার্ক। অর্থাৎ টেলিটক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। টেলিটক বাংলাদেশের নিজস্ব কোম্পানি।

Grameenphone এর মালিক কে | গ্রামীন সিমের মালিক কে

গ্রামীণফোন সিমের মালিক টেলিনর ৫৫.৭% ও নরওয়ে সরকার ৫৪.৩%।

বাংলালিংক এর মালিক কে

বাংলালিংক সিমের মালিক ভিওন লি.

রবি কোম্পানির মালিক কে | এয়ারটেল সিমের মালিক কে

রবি ও এয়ারটেল দুটি সিম একই লাইসেন্স দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ এই দুটি কোম্পানি একই মালিকানাধীন। আর এই দুটি সিমের মালিক কয়েকটি কোম্পানি যেমন মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ ও ভারতি এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া।

টেলিটক সিমের মালিক কে

টেলিটক সিমের মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ওর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের।

সর্বপ্রথম বাংলাদেশে কোন সিম আসে?

বাংলাদেশে প্রথম সিটিসেল নামক একটি সিম চালু করা হয়। সিটিসেল সিমটি বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম কার্যকর শুরু করেন। এটি প্রথম বাংলাদেশ চালু হয়। কিন্তু ২০ অক্টোবর ২০১৬ সালে সিমটি বিলুপ্ত হয়ে যায়। এবং ২০২৩ সালে সিটিসেল সিমটির লাইসেন্স বাতিল করা হয় এবং পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে সিমটি বন্ধ হয়ে যায়।

সিটিসেল সিমের কোড নাম্বার

সিটিসেল কোড নাম্বার “০১১”। এবং সিটিসেল এর ডায়াল কোড নাম্বার +৮৮০১১ থেকে শুরু।

গ্রামীণফোন কত সালে প্রতিষ্ঠিত হয়

গ্রামীনফোন সিমটি ২৬ শে মার্চ ১৯৯৭ সালে কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানটি।

গ্রামীন সিমের ডিজিটাল সেবা

1. মাইজিপি এপ
2. গ্রামীনফোন আলো
3. বায়োস্কোপ
4. স্কিটো

বাংলালিংক কত সালে প্রতিষ্ঠিত হয়

বাংলালিংক সিম বাংলাদেশে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।

রবি কত সালে প্রতিষ্ঠিত হয়

রবি সিমটি বাংলাদেশ ১৯৯৭ সালের প্রতিষ্ঠিত হয়।

এয়ারটেল কত সালে প্রতিষ্ঠিত হয়

এয়ারটেল সিম টি বাংলাদেশে ১০ই মে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়।

টেলিটক সিম টি কত সালে প্রতিষ্ঠিত হয়

টেলিটক সিম টি ২৬ শে ডিসেম্বর ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের সর্বপ্রথম 3G চালু করে কোন সিম

বাংলাদেশের সর্ব প্রথম টেলিটক সফলভাবে থ্রিজি চালু করেন।

বাংলাদেশের সর্বপ্রথম 5G চালু করেন কোন সিম

বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষামূলক ভাবে টেলিটক ফাইভ-জি চালু করেন। অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম ৫ জি সেবা টেলিটক এর

গ্রামীন সিমের কত টাকা আয়

সঠিক তথ্য নেই

বাংলালিংক সিমের কত টাকা আয়

সঠিক তথ্য নেই

রবি সিমের কত টাকা আয়

সঠিক তথ্য নেই

এয়ারটেল সিমের কত টাকা আয়

সঠিক তথ্য নেই

টেলিটক সিমের কত টাকা আয়

সঠিক তথ্য নেই

উপরের সকল তথ্যগুলো উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

সর্বশেষে:

এই ধরনের সকল তথ্য পেতে এখনই আমাদের গুগল নিউজ ফলো করুন।

Post Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *