Tuesday, November 11, 2025
Home‘কিং’ নিয়ে আসছে শাহরুখ খান

‘কিং’ নিয়ে আসছে শাহরুখ খান

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি দর্শকমহলে প্রথম ইন্ট্রোতেই বেশ সাড়া ফেলেছে। এই সিনেমাটি হল একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। টিজারটি প্রকাশ হয়েছে শাহরুখ খানের ৬০ বছর পূর্বে উপলক্ষে। এই সিনেমাটি ২০২৬ সালে আসবে।

চলচ্চিত্রটিতে একটা তারকার মেলা দেখা যাবে। কারণ সকল গুণীমানী তারকরা মিলে এই চলচ্চিত্রটিতে অভিনয় করছেন। যেমন:

বলিউডের বহুল প্রতীক্ষিত এই ছবিতে তারকাদের জমজমাট উপস্থিতি। ছবিটিতে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে একটি বিশেষ কিন্তু দীর্ঘ ক্যামিও চরিত্রে। অন্যদিকে অভিষেক বচ্চন হাজির হচ্ছেন প্রতিপক্ষের ভূমিকায়, যা দর্শকদের জন্য হবে এক নতুন চমক।

আরো পড়ুন: শুরু হলো ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন

এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অভয় ভার্মা, রাঘব জুয়াল, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, অক্ষয় ওবেরয় ও করণবীর মালহোত্রার মতো জনপ্রিয় তারকারা। এমন বহুমুখী তারকাসমৃদ্ধ কাস্টিং ছবিটিকে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এই চলচ্চিত্রের মাধ্যমে শাহরুখ কন্যা সোহানা খানের সিনেমায় পদার্পণ ঘটবে।

ছবিটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ ও সূরেশ নায়ার। সংলাপ লিখেছেন জনপ্রিয় লেখক আব্বাস টাইরওয়ালা। তাঁদের দক্ষ লেখনী ও সংলাপ বিন্যাসে ছবিটির কাহিনি পেয়েছে প্রাণ ও গতি।

সিনেমাটির বাজেট হলো ₹400 crore.

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ