কম টাকায় বেশি মিনিট কথা বলার এপস ২০২৪ – Amber It Ip Phone

- Advertisement -
কম টাকায় বেশি মিনিট কথা বলার এপস ২০২৪

কম খরচে কথা বলার এপস

কম খরচে কথা বলার এপস amber it. এই এপসটি ব্যাবহার করে যেকোনো নাম্বারে কথা বলুন ৪০ পয়সা প্রতি মিনিটে। এই অ্যাপটি ব্যবহার করে যেকোন অপারেটর সিমে বা যেকোন দেশে কথা বলতে পারবেন।

কম টাকায় বেশি মিনিট Apps 2024

Amber It কি? | কম টাকায় বেশি মিনিট

আম্বার আইটি হল বাংলাদেশ টেলিকমিউনিকেশন ও ব্রডব্রান্ড ইন্টারনেট কানেকশন কোম্পানি। এছাড়া তাদের নিজস্ব ঢাকা এফএম ৯০.৪ রেডিও সেন্টার রয়েছে।

বর্তমানে বাংলাদেশের সকল সিম অপারেটর তাদের কলরেট বাড়িয়ে দিয়েছে। দেখুন আপনি যদি বর্তমানে আপনার যে কোন অপারেটর সিম দিয়ে অন্য কোন অপারেটরে সিমে ফোন দিয়ে কথা বলেন তার জন্য আপনাকে প্রতি মিনিটে ১ টাকা থেকে ৩ টাকা পর্যন্ত কেটে থাকে। এছাড়া আপনি যদি মিনিট কিনে কথা বলতে চান তাহলেও দেখতে পারবেন আপনার প্রতি মিনিটে ৮০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত কেটে থাকে।

তাই আজকে আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে আসছি যেটার সাহায্যের আপনি সবচেয়ে কম কলরেটে কথা বলতে পারবেন যেকোনো অপারেটরে সিমে। এছাড়া আপনার নাম্বার গোপন রেখেও কথা বলতে পারবেন। আপনার মেইন নাম্বার হাইড হয়ে নতুন নাম্বার হবে। যে নাম্বার দিয়ে +৮৮০৯ দিয়ে শুরু হবে।

কিভাবে Amber It Apps ব্যাবহার করবেন

আপনি এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ” Amber It ” তাহলেই প্রথমেই এপসটি পেয়ে যাবেন। Amber It Ip Phone এপসটি সরাসরি ইনস্টল করুন।

Apps টি Open করার পর সকল Permission Allow করে দিবেন। ভয় নেই এটি ১০০% ভেরিফাইড এপস তাই হ্যাক হওয়ার কোন চান্স নেই। আপনি নিশ্চিন্তে একটি ব্যবহার করতে পারবেন।

Amber It কিভাবে একাউন্ট খুলবেন

একাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে আপনার সচল একটি ফোন নাম্বার যেটা আপনার ফোনে আছে বা আপনি ব্যাবহার করেন। তাই প্রথমে Mobile Number লিখে Next করুন এবং আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে সেটি দিয়ে একাউন্ট খুলে নিন।

Amber it কিভাবে একাউন্ট খুলবেন

Amber It একাউন্ট ভেরিফাই করার নিয়ম

একাউন্ট করার সাথে সাথে আপনার কাছে একাউন্ট ভেরিফাই করার পেজ শো করবে। আর যদি না করে তাহলে আপনি ৪ডট মানে মেনুতে ক্লিক করুন। এবং মেনু থেকে প্রথমে Account ক্লিক করুন। Account Page থেকে নিচে দেখুন Account Status > Click Here To Verify তে ক্লিক করুন। তাহলে একাউন্ট ভেরিফাই করার অপশন চলে আসবে।

কম টাকায় বেশি মিনিট

একাউন্ট ভেরিফাই করতে কি কি প্রয়োজন

1. NID Card
2. Your Face
একাউন্ট ভেরিফাই করার জন্য BD NID Card লাগবে। এছাড়া অন্য কোন কার্ড দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারবেন না। তাই আপনার এনআইডি কার্ড দিয়ে একাউন্ট ভেরিফাই করতে হবে। এবং আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাকে সামনে রেখে সামনের ক্যামেরা দিয়ে তার ফেস ভেরিফিকেশন করতে হবে। মানে তাকে সামনে রেখে একটি ছবি করতে হবে অথবা একটি ভিডিও রেকর্ড করতে হবে কিভাবে করতে হবে তার নিয়ম দেওয়া থাকবে সেই নিয়মে তার ফেস টি ভেরিফিকেশন করে নিবেন।

Amber it একাউন্ট ভেরিফাই করার নিয়ম

একাউন্ট ভেরিফিকেশন এর জন্য শুধুমাত্র আপনার এনআইডি এবং ফেস দিয়ে সাবমিট করুন। আপনার দেওয়া সকল ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে আপনার একাউন্ট অ‍্যাপ্রুভ হতে ২ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। তাই আপনি যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক একটি এন আইডি কার্ড সাবমিট করতে হবে। কারণ তারা একাউন্টগুলো ম্যানুয়ালি ভেরিফিকেশন করে থাকে। তাই এখানে কোনরকম চিটারিং করা যাবে না।

আপনার অ্যাকাউন্ট এপ্রুভ হয়ে গেলে আপনি কথা বলা শুরু করতে পারবেন। তবে প্রথমে আপনাকে টাকা রিচার্জ করতে হবে।

Amber It Recharge

এপসটিতে রির্চাজ করার জন্য মেনু থেকে Recharge অপসনে ক্লিক করুন। আপনি যে সকল মাধ্যমে রির্চাজ করতে পারবেন তা হল
1. Bkash
2. Debit
3. Credit Card
4. Mobile Banking

Amber it recharge

এই সকল মাধ্যমে আপনি এসটির মধ্যে রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য প্রথমে আপনাকে কত টাকা রিচার্জ করবেন সেটে লিখে নেক্সট করতে হবে। এবং আপনি যে মাধ্যমে টাকা রিচার্জ করতে চান তার সকল ইনফরমেশন গুলো দিয়ে রিসার্চ কমপ্লিট করুন। এতে আপনার কোন ভয় নেই বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই।

Amber It এপস এর সমস্যা

এই অ্যাপটির প্রধান সমস্যা হলো আপনি শুধুমাত্র স্মার্ট ফোনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এবং স্মার্ট ফোন দিয়ে এই অ্যাপটি ব্যবহার করে যে কোন নাম্বারে কথা বলতে পারবেন। তবে আপনাকে কথা বলতে হলে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তবে আপনি সারাদিন কথা বললে ১০ এমবি ও খরচ হবে না। তাই এদিক দিয়ে অনেক সুবিধা আছে। তবে অসুবিধাটি হল ইন্টারনেট ব্যবহার করে চালাতে হবে।

আম্বার আইটি এপসর সুবিধা

এই অ্যাপটি সুবিধা হল আপনি যে কোন অপারেটরে সিমে কথা বলতে পারবেন সবচেয়ে কম খরচে। এছাড়া আপনি যেকোন দেশে কথা বলতে পারবেন সবচেয়ে কম কলরেটে। এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন মোবাইল নাম্বার পেয়ে যাবেন।

+8809 কোন দেশের নাম্বার

+8809 বা +88096 হল কয়েকটি এপসের নাম্বার তারমধ্যে Amber It এপসের মধ্যে এই নাম্বারটি আপনি ফ্রিতে পাবেন। এবং আপনি কাউকে কল করলে তার কাছে নাম্বার সো করবে। কম টাকায় বেশি মিনিট

আরো পড়ুন:

+8809 কোন দেশের নাম্বার | বাংলাদেশের সকল সিম ও টেলিফোন কোড নাম্বার
- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here