Saturday, November 15, 2025
Homeএমবাপ্পের দুরন্ত ফর্ম, রিয়ালের ছন্দ জাতীয় দলেও-জার্মানির জয়ে অস্বস্তি

এমবাপ্পের দুরন্ত ফর্ম, রিয়ালের ছন্দ জাতীয় দলেও-জার্মানির জয়ে অস্বস্তি

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলের জার্সিতেও থামছেন না। আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে জয়ের ম্যাচে প্রথম গোলটি এসেছে এমবাপ্পের পা থেকে। এ নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন এই ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পের ফর্মে উড়ছে ফ্রান্স

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও দ্রুত উপরে উঠছেন এমবাপ্পে। এখন পর্যন্ত ৯৩ ম্যাচে তাঁর গোল ৫৩টি। সবার ওপরে আছেন অলিভার জিরু, যার গোল সংখ্যা ৫৭ (১৩৭ ম্যাচে)। অর্থাৎ, জিরুকে ছুঁতে এমবাপ্পের দরকার মাত্র ৪ গোল।

প্যারিসের প্রাক দে প্রিন্সেস স্টেডিয়ামে যোগ করা সময়ে প্রথমার্ধেই এগিয়ে যায় ফ্রান্স—এমবাপ্পের নিখুঁত ফিনিশিংয়ে। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন আদ্রিয়াঁ রাবিও ও ফ্লোরিয়ান থাউবিন। টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে রইল ফ্রান্স।

এদিকে গ্রুপে দ্বিতীয় স্থানে ইউক্রেন (৪ পয়েন্ট), যারা আইসল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে। ফ্রান্স যদি সোমবার রাতে আইসল্যান্ডকে হারায় এবং ইউক্রেন আজারবাইজানকে হারাতে না পারে, তাহলে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে দিদিয়ের দেশমের দল।

দেশম বলেন,

আমরা জিতেছি, তিনটি গোল করেছি, কিন্তু আরও করতে পারতাম। জয়ের পরও আমি সম্পূর্ণ সন্তুষ্ট নই-আরও উন্নতির জায়গা আছে।

আরো পড়ুন: ব্রাজিলের তরুণরা কোরিয়ার ডিফেন্সকে চ্যালেঞ্জ করছে

জার্মানির জয়ে স্বস্তি, তবুও অস্বস্তি

অন্যদিকে,গ্রুপ এ-এর ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে জয় পেয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন জশুয়া কিমিখ আর একটি করে গোল করেছেন ডেভিড রাউম ও সের্হে নাব্রি।

তিন ম্যাচে ২ জয় ও ১ হারে জার্মানির পয়েন্ট এখন ৬। তবে তাদের পেছনে সমান পয়েন্টে রয়েছে উত্তর আয়ারল্যান্ড ও স্লোভাকিয়া যারা একে অপরের বিপক্ষে লড়ছে দ্বিতীয় স্থানের জন্য। উত্তর আয়ারল্যান্ডের ২-০ গোলের জয়েই তারা আপাতত দুইয়ে উঠে এসেছে।

জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান ম্যাচ শেষে বলেন,

এ জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। আরও এক–দুটি গোল আসতে পারত, তবে ছেলেরা যা দেখিয়েছে, তাতে আমি গর্বিত।

সার্বিক চিত্র

ফ্রান্স-৩ ম্যাচে ৯ পয়েন্ট
জার্মানি-৩ ম্যাচে ৬ পয়েন্ট
ইউক্রেন-৩ ম্যাচে ৪ পয়েন্ট
উত্তর আয়ারল্যান্ড-৩ ম্যাচে ৬ পয়েন্ট
স্লোভাকিয়া-৩ ম্যাচে ৬ পয়েন্ট

ক্লাব ও জাতীয় দল দুটিতেই এমবাপ্পের গোলের ঝড় অব্যাহত। রিয়ালের হয়ে যেমন তিনি রেকর্ড গড়ছেন, তেমনি ফ্রান্সকেও বিশ্বকাপের পথে এগিয়ে নিচ্ছেন। অন্যদিকে জার্মানি জয় পেলেও সমান পয়েন্টে থাকা দলগুলোর কারণে এখনো পুরোপুরি স্বস্তিতে নেই।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ